এই তিনটি কারণের জন্য দক্ষিণ আফ্রিকার কাছে টানা দ্বিতীয় হার হজম করতে হল ভারতকে

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : রবিবার কটকের বারাবাটি স্টেডিয়ামে দক্ষিণ আফ্রিকার কাছে আরও এক হতাশাজনক হার হজম করতে হয় ভারতকে। প্রথমে ব্যাট করে ভারত ২০ ওভারে ১৪৮ রান তুলতে পারে। জবাবে ১৯ ওভারে ছয় উইকেট হারিয়ে সহজেই জিতে নেয় দক্ষিণ আফ্রিকা। আর এই জয়ের জেরে পাঁচ ম্যাচের সিরিজে ২-০ ফলে এগিয়ে যায় প্রোটিয়ারা।
কিন্তু কি কারণে এই হার হজম করতে হল ঋষভ পন্থের টিম ইন্ডিয়াকে? সিরিজ হারের সন্নিকটে থাকা ভারতীয় দল এই তিনটি কারণের জন্য হারের মুখে পড়েছে। এক নজরে সেগুলি দেখে নেওয়া যাক।
কটকে ভারতীয় ব্যাটারদের ব্যর্থতা এই হার কাহিনীর বেশিরভাগ অংশ জুড়ে রচিত থাকবে। প্রথম ওভারে রুতুরাজ গায়কোয়াড় (১) এর আউট হওয়া, শ্রেয়াস আইয়ার মাত্র ১১৪ এর স্ট্রাইক রেটে ৪০ রানের ইনিংস খেলা, অধিনায়ক ঋষভ পন্থ (৫) ও সহ অধিনায়ক হার্দিক পান্ডিয়ার (৯) অল্প রানে আউট হওয়া। সব মিলিয়ে দায়িত্ব নেওয়ার বড় অভাব ছিল এই ভারতীয় ব্যাটিং অর্ডারে।
১২.৪ ওভারে আউট হন হার্দিক পান্ডিয়া, আর ৯০ রানে ভারতের চতুর্থ উইকেট পড়ে, এই পরিস্থিতিতে সকলেই ধরেছিলেন যে দীনেশ কার্তিক ব্যাট করতে নামবেন। কিন্তু সকলকে অবাক করে ঋষভ পন্থ ও কোচ রাহুল দ্রাবিড় নামান অলরাউন্ডার অক্ষর প্যাটেলকে। গত আইপিএলে সর্বোচ্চ স্ট্রাইকরেট ধারী দীনেশ কার্তিক এলেন, যখন হাতে কেবল পাঁচ উইকেট ও ৩৬ বল বাকি ছিল। এই পরিস্থিতিতে যদি হাতে সময় পেতেন, তাহলে হয়ত আরও ২০-২৫ রান অতিরিক্ত করতে পারেন কার্তিক। অন্যদিকে ১১ বলে ১০ রান করে আউট হন অক্ষর।
শুরুতে দক্ষিণ আফ্রিকার তিন উইকেট তুলে নিয়ে ভারতকে লড়াইয়ে নিয়ে আসেন ভুবনেশ্বর কুমার। কিন্তু বাকি বোলাররা প্রোটিয়াদের উপর চাপ দিতে ব্যর্থ হন। আইপিএল ২০২২ এর সর্বোচ্চ উইকেটশিকারী যুজবেন্দ্র চাহাল এক উইকেট নিলেও চার ওভারে ৪৯ রান দিয়ে বসেন। অক্ষর প্যাটেল এক ওভার বল করে ১৯ রান দেন। ভুবনেশ্বর ছাড়া বাকি বোলারদের ব্যর্থতার সুযোগ নিয়ে দক্ষিণ আফ্রিকা সহজেই এই রান তাড়া করে নেয়।