টিম ইন্ডিয়ার এই স্পনসরের কাছে ১০০ কোটি টাকা পাওনা রয়েছে বিসিসিআইয়ের

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : ২০১৯ সালে অনলাইন শিক্ষামূলক অ্যাপ বাইজুসের সাথে বিসিসিআই জার্সি পৃষ্ঠপোষকতার স্পনসরশিপের চুক্তি করেছিল। কিন্তু সেই সংস্থার কাছে বিপুল অর্থ বকেয়া রয়েছে বিশ্বের সব থেকে ধনী ক্রিকেট বোর্ডের।
সংবাদ সংস্থা পিটিআইয়ের রিপোর্ট অনুযায়ী, ১০০ কোটি টাকারও বেশি অর্থ বাইজুসের থেকে পায় বিসিসিআই। সম্প্রতি বাইজুস বড়সড় বিতর্কে জড়িয়েছে। সাম্প্রতিক কালে, বাইজুস প্রায় হাজারখানেক কর্মীকে ছাঁটাই করেছে।
যদিও এই প্রতিষ্ঠান পুরো বিষয়টি অস্বীকার করেছে। তারা জানিয়েছে, বোর্ডের সাথে চুক্তি বাড়ানো নিয়ে কথা চলছে তাদের, এবং চুক্তি চুড়ান্ত হলেই সেই বকেয়া অর্থ দিয়ে দেওয়া হবে। ২০১৯ সালে চার বছরের জন্য চুক্তি হয়ে বাইজুস ও বিসিসিআইয়ের। সেই চুক্তিতে প্রতি বছর ১০ শতাংশ অর্থ বাড়ানোর কথা ছিল।
এদিকে বিসিসিআইয়ের টাইটেল স্পনসর পেটিএমও সরে দাঁড়াতে চলেছে। পিটিআইয়ের রিপোর্ট অনুযায়ী, অনলাইন ইউপিআই অ্যাপটি নিজেদের টাইটেল স্পনসরশিপ তৃতীয় কোনও প্রতিষ্ঠানের কাছে বিক্রি করে দিতে চায়। রিপোর্ট অনুযায়ী, বিশিষ্ট ক্রেডিট-ডেবিট কার্ড সংস্থা মাস্টারকার্ড এই বিষয়ে এগিয়ে রয়েছে।
সাধারণত ভারতের হোম সিরিজগুলির টাইটেল স্পনসর হিসেবে থাকে পেটিএম। ২০১৯ সালে পেটিএমের সাথে চুক্তি হয় বিসিসিআইয়ের, যা শেষ হবে ২০২৩ সালে।