পাকিস্তানের এই সিদ্ধান্তের জন্যই ভারত বিশ্বকাপ জিততে পেরেছিল! চাঞ্চল্যকর দাবি শোয়েব আখতারের

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : ২৮ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে ২০১১ সালে আইসিসি বিশ্বকাপ জিতেছিল ভারত। মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে শ্রীলঙ্কাকে হারিয়ে বিশ্বজয়ী হয়েছিল টিম ইন্ডিয়া। আর সেই বিশ্বজয়ে ভারতকে টপকাতে হয়েছিল চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বাধাও।
সেমি ফাইনালে মোহালিতে মুখোমুখি হয় দুই প্রতিবেশী দেশ। আর সেই ম্যাচে পাকিস্তানকে দাপটে হারিয়েছিল ভারত। কিন্তু প্রাক্তন পাক পেসার শোয়েব আখতার মনে করেন, সেই দিন পাকিস্তানের একটি ভুল সিদ্ধান্তের জন্যই ভারত বিশ্বকাপ ফাইনালে উঠেছিল আর বিশ্বজয়ী হয়েছিল।
আখতার মনে করেন, সেমি ফাইনালে যদি তাকে সুযোগ দেওয়া হত, তাহলে ফলাফল অন্যরকম হত। এই নিয়ে এক সাক্ষাৎকারে শোয়েব বলেছেন, "মোহালির স্মৃতি আজও আমায় তাড়া করে বেড়ায়, সেই ২০১১ বিশ্বকাপ সেমি ফাইনাল। ওদের আমায় খেলানো উচিত ছিল। টিম ম্যানেজমেন্টের তরফ থেকে পুরোপুরি অযৌক্তিক ছিল। আমি জানতাম যে আমার আর দুটি ম্যাচ বাকি রয়েছে এবং আমার ইচ্ছা ছিল ওয়াংখেড়ে পাকিস্তানের পতাকা উত্তোলিত হয় এবং দল ফাইনাল খেলে।"
"আমি জানতাম যে ভারত অমানুষিক চাপে ছিল। পুরো দেশ ও মিডিয়া দলটির উপর ভরসা করে ছিল, যার অর্থ আমরা আন্ডারডগ ছিলাম। তাই আমার বিশ্বাস ছিল যে আমাদের চাপ নেওয়ার প্রয়োজন ছিল না।"
এরপর আখতার দাবি করেছেন, সেই ম্যাচে খেললে তিনি শচীন তেন্ডুলকর ও বীরেন্দ্র সেহওয়াগকে আউট করে দিতেন। এই নিয়ে আখতার বলেছেন, "ওরা আমায় বলেছিল যে আমি আনফিট। কিন্তু আমি অনুশীলনে টানা আট ওভার বল করেছি। যদি আমি সেই ম্যাচ খেলতাম, যাই হোক না কেন, আমি শচীন ও সেহওয়াগকে আউট করতাম। শচীন আর সেহওয়াগ তাড়াতাড়ি আউট হলে ভারত ভেঙে পড়ত। আমি খুবই ব্যথিত হয়েছিলাম।"
শেষে শোয়েব আখতার বলেছেন, "৫-৬ ঘন্টা ধরে এই ম্যাচ দেখেছি এবং ডাগ আউট থেকে পাকিস্তানকে হারতে দেখেছি। আমি এমন মানুষ নই যে কাঁদে, তবে আমি এমন মানুষ যে জিনিসপত্র ভাঙে। আর আমি ড্রেসিংরুমে গিয়ে কিছু জিনিস ভেঙেছিলাম কারণ আমি খুব কষ্ট পেয়েছিলাম, হতাশ হয়েছিলাম এবং রেগে গিয়েছিলাম, আর পুরো দেশও তাই হয়েছিল। আমি জানতাম যে প্রথম ১০ ওভারটিই সব থেকে গুরুত্বপূর্ণ।"