ইংল্যান্ডের বিরুদ্ধে টি২০ সিরিজ জিতেও এই অশনি সংকেত দেখছেন রোহিত শর্মা

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : শনিবার সিরিজের দ্বিতীয় টি২০ ম্যাচে ইংল্যান্ডকে হারায় ভারত। দুই ম্যাচেই ইংল্যান্ডকে দাপটের সাথে হারানোয় স্বাভাবিকভাবেই খুশি অধিনায়ক রোহিত শর্মা। আসন্ন টি২০ বিশ্বকাপের আগে এই ফলাফল লাভজনক হবে ভারতের জন্য, তা বলাই যায়।
কিন্তু এই ইতিবাচকতার মধ্যে, এই অশনি সংকেত দেখছেন ভারত অধিনায়ক। যেভাবে ইংল্যান্ডকে দুই ম্যাচে পরাস্ত করেছে টিম ইন্ডিয়া, তার জেরে যাতে খেলোয়াড়দের মধ্যে আত্মতুষ্টি না আসে, সেটিই ভাবাচ্ছে রোহিতকে।
এই নিয়ে রোহিত ম্যাচের পর সাংবাদিক বৈঠকে বলেছেন, "আমরা সঠিক পথেই এগোচ্ছি এবং সঠিক জায়গাগুলি তুলে ধরছি। তবে একমাত্র অশনি সংকেত যা আমি দেখতে পাচ্ছি, তা হল আমাদের আত্মতুষ্ট হলে চলবে না।"
এদিকে ব্যাট ও বলে পাওয়ারপ্লেতে ভিন্ন উপায়ে নেমেছে ভারত। এই নিয়ে রোহিত বলেছেন, "আমরা বুঝতে পারি পাওয়ারপ্লের গুরত্বটা, সে আমরা বল বা ব্যাট করি না কেন। দুই ম্যাচেই আমাদের পাওয়ারপ্লে দারুণ গিয়েছে এবং এভাবেই খেলার জন্য ছেলেদের আত্মবিশ্বাস দিতে চাই।"