বালেশ্বরের ট্রেন দুর্ঘটনায় নিহতদের শ্রদ্ধা জানাল ভারতীয় ক্রিকেট দল

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক: বুধবার থেকে শুরু হল বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল। মুখোমুখি ভারত ও অস্ট্রেলিয়া। টসে জিতে প্রথম বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। গত শুক্রবার ওড়িশার বালেশ্বরের কাছে ঘটে গিয়েছে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা। প্রায় ৩০০ কাছাকাছি মানুষ নিহত হয়েছেন এই দুর্ঘটনায়।
আরও পড়ুন: বিরাট এখন শুধু দলের সিনিয়র ব্যাটার নন, জুনিয়রদের শিক্ষকও
এই দুর্ঘটনায় প্রাক্তণ এবং বর্তমান, ভারতীয় ক্রিকেটাররা শোকবার্তা জানিয়েছেন আগেই। এবার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের শুরু হওয়ার আগে ট্রেন দুর্ঘটনায় নিহতদের স্মরণে ভারতীয় ক্রিকেট দল নীরবতা পালন করে।
দুর্ঘটনায় যারা প্রাণ হারিয়েছেন ভারতীয় দল তাদের পরিবার এবং বন্ধুদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। যাঁরা প্রাণ হারিয়েছেন তাদের শ্রদ্ধা জানাতে টিম ইন্ডিয়ার প্রতিটি সদস্য এদিন হাতে একটি কালো বন্ধনী পরে মাঠে নামেন।