বিরাট কোহলির চমৎকার ইনিংস নিয়ে অবিশ্বাস্য প্রতিক্রিয়া সুনিল ছেত্রীর

এক্সট্রা টাইম ওয়েব ডেস্কঃ ভারতবর্ষের দুই অমূল্য রত্ন বিরাট কোহলি এবং সুনিল ছেত্রিকে নিয়ে গর্ব করেন গোটা দেশবাসী। দুইজন দুই ভিন্ন খেলার অংশ হলেও দুজনেই একক প্রচেষ্টায় অসংখ্যবার দেশের মুখ উজ্জ্বল করেছেন। গত রবিবার মেলবোর্নের মাঠে ক্রিকেট বিশ্বকাপে বিরাট কোহলি যখন চার ছয়ে মেরে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে হারাচ্ছে তখন ভারতের তারকা ফুটবলার সুনিল ছেত্রী তাঁর খেলা দেখে মুগ্ধ।
ভারত-পাকিস্তান ম্যাচ শেষে দীপাবলির শুভেচ্ছা জানাতে সুনিল ছেত্রী টুইট করে জানিয়েছিলেন, "পুরো দেশের জন্য বিরাট কোহলি একাই সব পটাকা ফাটিয়ে দিয়েছে। শুভ দীপাবলি, ভারত।"
বিরাটের মাস্টারক্লাস ইনিংস নিয়ে তাঁর সেই মুহূর্তে কি প্রতিক্রিয়া ছিল তা এবার ফুটে উঠলো ব্যাঙ্গালুরু এফসির সোশ্যাল মিডিয়া পেজে। একটি ভিডিওতে দেখা যায় বিরাটের ইনিংস নিয়ে উত্তেজিত সুনিল, পাকিস্তানের রাউফকে মারা বিরাটের অবিশ্বাস্য ছয়টি অঙ্গভঙ্গি করে দেখাচ্ছেন তিনি।
সুনিল বলেন, "কি অসাধারণ খেলোয়াড় বিরাট কোহলি, চমৎকার, আশ্চর্যজনক!"