ওয়েস্ট ইন্ডিজ সফরের আগে এনসিএ-তে যাচ্ছেন তারকা এই ভারতীয় ক্রিকেটার

এক্সট্রা টাইম ওয়েব ডেস্কঃ ওয়েস্ট ইন্ডিজ সফরে যাওয়ার আগে আগামী সপ্তাহে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে (এনসিএ) যেতে চলেছেন উইকেটকিপার ঈশান কিষান সহ বেশ কিছু ভারতীয় ক্রিকেটার। খবর অনুযায়ী, নিজেদের শারীরিক শক্তি বৃদ্ধির জন্য এনসিএতে অনুশীলন করবেন ক্রিকেটাররা।
১২ জুলাই ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম ম্যাচে নামবে ভারত। খবর অনুযায়ী, ৩ জুলাই ওয়েস্ট ইন্ডিজের উদ্দেশ্যে রওনা দেবে রোহিত বাহিনী।
আরও পড়ুন- মোহনবাগান জার্সিতে খেলবেন রিঙ্কু সিং? এল বড় খবর
সাধারণত দুটি আন্তর্জাতিক সিরিজের ফাঁকে বোর্ডের চুক্তিবদ্ধ ক্রিকেটার, যারা ঘরোয়া ক্রিকেট খেলছেন না, তাঁদের জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে ডেকে পাঠানো হয় খেলোয়াড়দের ফিটনেস পরীক্ষা করার জন্য।
সম্প্রতি দলীপ ট্রফি থেকে নিজের নাম তুলে নেন ঈশান। এরপরই প্রশ্ন ওঠে তাঁর টেস্ট ক্রিকেট খেলার প্রতি আগ্রহ নিয়ে।