জল্পনামূলক টুইটে আসলে কি বোঝালেন সৌরভ গাঙ্গুলি? জানুন প্রকৃত সত্য

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : বুধবার বিকেলে একটি টুইট করে গোটা ভারতীয় ক্রিকেট মহলকে চমকে দেন বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলি। সেখানে তিনি লিখেছিলেন যে নতুন কিছু শুরু করার পরিকল্পনা করছেন এবং জীবনের নতুন অধ্যায়ে মানুষকে সাহায্য করবেন।
আর এই নিয়ে জল্পনা তৈরি হয়েছিল, তাহলে কি বিসিসিআই সভাপতিত্ব ছাড়ছেন সৌরভ গাঙ্গুলি। যদিও এই নিয়ে সচিব জয় শাহ এএনআইকে জানিয়েছেন, দায়িত্ব ছাড়ছেন না মহারাজ!
এরপর জল্পনা উঠেছিল, তবে কি রাজ্যসভায় মনোনীত হতে চলেছেন সৌরভ। এই জল্পনাটি দীর্ঘদিন ধরেই চলছিল। এছাড়া সৌরভের রাজনীতিতে প্রবেশ নিয়ে জল্পনা লেগেই রয়েছে।
তবে আসল সত্যিটি হল, রাজনীতিতে প্রবেশ বা রাজ্যসভার সদস্য হচ্ছেন না সৌরভ। ঘনিষ্ট মহলের খবর, একটি ব্র্যান্ডের প্রোমোশনের অংশ হিসেবে এই টুইট করেছেন সৌরভ।