জীবনের অর্ধশতক পূরণ করা সৌরভ গাঙ্গুলির জন্মদিনে অভিনন্দনের জোয়ার সোশ্যাল মিডিয়ায়

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : শুক্রবার, অর্থাৎ ৮ জুলাই নিজের ৫০তম জন্মদিন পালন করবেন ক্রিকেটের মহারাজ সৌরভ গাঙ্গুলি। এই বছর লন্ডনে নিজের পরিবারের সাথে জন্মদিন কাটাবেন সৌরভ। কিন্তু ভারতের অন্যতম সেরা অধিনায়কের জন্মদিনে উদ্বেলিত ক্রিকেট বিশ্ব।
আর এই অভিনন্দনের জোয়ার উথলে উঠেছে সোশ্যাল মিডিয়ায়। ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম - সর্বত্র সৌরভের জন্মদিনকে ঘিরে উন্মাদনা দেখা গিয়েছে। সৌরভের অধীনে খেলা যুবরাজ সিং, মহম্মদ কাইফরা যেমন শুভেচ্ছা জানিয়েছেন, পাশাপাশি ক্রিকেট জগতের আরও অনেক মানুষ, এমনকি রাজনীতি জগতের মানুষরাও শুভেচ্ছা জানিয়েছেন সৌরভকে।
দেখে নেওয়া যাক সেই অভিনন্দনের পোস্টগুলি