জন্মদিন উদযাপনে শাহরুখ খানের গানে লন্ডনের রাস্তায় নাচলেন সৌরভ গাঙ্গুলি! দেখুন ভিডিও

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : মাঠে বরাবরই আগ্রাসী মেজাজে আমরা দেখেছিলাম ভারতীয় ক্রিকেটের মহারাজ সৌরভ গাঙ্গুলিকে। কিন্তু মাঠের বাইরে সৌরভ যেন বড়ই শান্ত। এমন খুব কম ঘটনা রয়েছে যেখানে সৌরভকে উদযাপন করতে দেখা গিয়েছে।
তবে ঘনিষ্টদের সাথে একেবারেই ঘরের ছেলের মতই থাকেন সৌরভ। আর তারই নজির মিলল লন্ডনে। ৫০তম জন্মদিনের আগের রাতে, অর্থাৎ বৃহস্পতিবার লন্ডনের টেমস নদীর ধারে নাচতে দেখা গিয়েছে সৌরভকে।
শাহরুখ খান অভিনীত 'ওম শান্তি ওম' এবং দেসি বয়েজ সিনেমার 'সুবাহ হোনে না দে' গানটিতে দারুণভাবে নাচতে দেখা গিয়েছে সৌরভ ও তার ঘনিষ্ট বন্ধুদের। আর এই ভিডিও মারাত্মক ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। ভিডিওটিতে দেখা গিয়েছে, একজন সৌরভের মেয়ে সানাকে অনুরোধ করছে বাবার সাথে নাচার জন্য।
বর্তমানে পরিবারের সাথে লন্ডনে রয়েছেন সৌরভ, সেখানেই নিজের জন্মদিন পালন করবেন। কিন্তু বাংলা তথা ভারতবর্ষেও সৌরভের ৫০তম জন্মদিনের সেলিব্রেশনে কোনও খামতি থাকবে না, তা বলাই যায়।