এত কম সময়ের ব্যবধানে সাত অধিনায়ক বাছা ছাড়া অন্য উপায় ছিল না, দাবি সৌরভ গাঙ্গুলির

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : বিগত কিছু সময় ধরে দেখা গিয়েছে, একটি নির্দিষ্ট ভারতীয় দল গঠন করতে সমস্যা হচ্ছে নির্বাচকদের। আইসিসির নির্ধারিত সূচির চাপ ও একটানা সিরিজের জেরে একাধিক খেলোয়াড়দের বিশ্রাম দিতে বাধ্য হচ্ছে বিসিসিআই।
এবং শুধু নির্দিষ্ট দলই নয়, নির্দিষ্ট অধিনায়ক বাছতেও সমস্যা হচ্ছে ভারতের। বর্তমানে ভারতের স্থায়ী অধিনায়ক হিসেবে তিন ফর্ম্যাটে রোহিত শর্মা থাকলেও, বিগত কিছু সময়ে একাধিক নতুন অধিনায়ক পেয়েছে টিম ইন্ডিয়া। বিরাট কোহলি দায়িত্ব ছাড়ার পর রোহিত শর্মা পেয়েছেন নেতৃত্ব।
এরপর দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওয়ানডে সিরিজে কেএল রাহুল, ঘরের মাটিতে প্রোটিয়াদের বিরুদ্ধে টি২০ সিরিজে ঋষভ পন্থ, আয়ারল্যান্ডের বিরুদ্ধে টি২০ সিরিজে হার্দিক পান্ডিয়া এবং এজবাস্টন টেস্টে জসপ্রীত বুমরাহ অধিনায়কত্ব করেছেন। এছাড়া আসন্ন ওয়েস্ট ইন্ডিজ ওয়ানডে সিরিজে শিখর ধাওয়ান নেতৃত্ব দেবেন ভারতকে।
যদিও এই এত অধিনায়ক বদলকে যথার্থ হিসেবে মানছেন না বিসিসিআই সভাপতি তথা প্রাক্তন ভারতীয় অধিনায়ক সৌরভ গাঙ্গুলি। কিন্তু তিনি মনে করেন, এই বিষয়ে কিছু করারও ছিল না তাদের।
এই নিয়ে পিটিআইকে দেওয়া সাক্ষাৎকারে সৌরভ বলেছেন, "আমি স্বীকার করছি যে এত কম সময়ের ব্যবধানে সাতজন ভিন্ন অধিনায়ককে বাছাটা যথার্থ নয়, তবে পরিস্থিতির কারণে এমনটা হয়েছে। যেমন রোহিতের দক্ষিণ আফ্রিকা সফরের জন্য রোহিতের সাদা বলের সিরিজে নেতৃত্ব দেওয়ার কথা ছিল, কিন্তু তার আগে চোট পেয়ে যান। যার ফলে কেএল রাহুলকে নেতৃত্ব দিতে হয়।"
"এরপর ঘরের মাটিতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজ শুরুর এক দিন আগে রাহুল চোট পান। ইংল্যান্ডে, রোহিত প্রস্তুতি ম্যাচ খেললেও করোনায় আক্রান্ত হন। কেউ এই পরিস্থিতির জন্য দায়ী নয়। সূচিই এমন যে আমাদের খেলোয়াড়দের বিরতি দিতে হয় এবং চোট হওয়ার জেরে ওয়ার্কলোড ম্যানেজমেন্টের উপর জোর দিতে হয়। কোচ রাহুলের জন্য খারাপ লাগতে হবে কারণ প্রতিটি সিরিজে, পরিস্থিতির জন্য আমাদের নতুন অধিনায়ক বাছতে হয়েছে।"
কিন্তু শীর্ষস্থানীয় খেলোয়াড়দের এত বেশি বিশ্রাম নেওয়াটা কি উচিত? এই নিয়ে সৌরভ বলেছেন, "আপনাকে একটা কথা বলি, যা আমি আমার আন্তর্জাতিক কেরিয়ারে বিশ্বাস করে এসেছি। যত বেশি আপনি খেলবেন, তত ভালো আপনি হয়ে উঠবেন এবং তত বেশি ফিট হবেন। এই পর্যায়ে এসে, আপনার গেম টাইম দরকার এবং বেশি করে ম্যাচ খেললে আপনার শরীর আরও শক্তিশালী হবে।"
"হ্যাঁ, আইপিএল ২০০৮ থেকে শুরু হয়েছে, তবে আমি আপনাকে দেখতে বলব আমাদের কেরিয়ারে আমরা কতটা আন্তর্জাতিক ক্রিকেট খেলেছি। যদি আপনি তুলনা করেন, ভারতীয় দলের এক ক্যালেন্ডার বছরে আন্তর্জাতিক ক্রিকেটের সংখ্যা খুব একটা বাড়েনি। আমরা প্রচুর ওডিআই ক্রিকেট খেলেছি, তাই আপনি যদি দেখেন, আন্তর্জাতিক ম্যাচের দিন প্রায় একই রয়েছে।"