AIFF-কে দেওয়া FIFA-র সাসপেনশন নিয়ে বড় বার্তা দিলেন BCCI সভাপতি সৌরভ গাঙ্গুলি

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : গত ১৬ আগস্ট মধ্যরাতে বড় আঘাত নেমে আসে ভারতীয় ফুটবলের উপর। তৃতীয় পক্ষের হস্তক্ষেপের জেরে সর্বভারতীয় ফুটবল ফেডারেশনকে সাসপেন্ড করল ফিফা। বিশ্ব ফুটবল নিয়ামক সংস্থা চিঠি পাঠিয়ে এমনটাই জানিয়েছে।
আর এর জেরে ভারতীয় ফুটবলে ঘোর অশনি সংকেত এসে হাজির ছিল। কিন্তু এক দিকে ভারতের ক্রিকেট নিয়ামক সংস্থা বিসিসিআই সাফল্যের উচ্চতায় পৌঁছেছে, সেই দেশেরই ফুটবল নিয়ামক সংস্থা কি কারণে পেল এই শাস্তি? বিসিসিআইয়ের থেকে কি কিছু শেখা উচিত এআইএফএফ-এর?
এই নিয়ে এবার বিশেষ বার্তা দিয়েছেন বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলি। কলকাতায় এক অনুষ্ঠানের পর সাংবাদিকরা যখন তাকে ফিফার এই সাসপেনশনের বিষয়ে জিজ্ঞেস করে, তখন বিচক্ষণ উপায়ে উত্তর দেন সৌরভ।
এই নিয়ে সৌরভ বলেছেন, "আমি ফুটবল নিয়ে কাজ করি না তাই আমি এই প্রশ্নের উত্তর দিতে পারব না। তবে আমার মনে হয় প্রতিটি ক্রীড়া সংস্থার একটি সিস্টেম রয়েছে, প্রতিটি ক্রীড়া সংগঠনের নিয়ম রয়েছে। আমাদের বিসিসিআইতেও নিয়ম ও বিধি রয়েছে।"
এখন সুপ্রিম কোর্ট নির্ধারিত কমিটি অফ অ্যাডমিনিস্ট্রেটরের নির্দেশ না সরালে এবং সর্বভারতীয় ফুটবল ফেডারেশনে নির্বাচন না হলে এই সাসপেনশন তুলবে না ফিফা। এদিকে এই সাসপেনশনের কারণে আসন্ন অনুর্ধ্ব ১৭ মহিলা বিশ্বকাপের আয়োজনও হাতছাড়া করতে চলেছে ভারত।