প্রবল চাপে থাকা বিরাট কোহলির পাশে দাঁড়ালেন 'মহারাজ' সৌরভ গাঙ্গুলি

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : এই মুহুর্তে প্রবল চাপে রয়েছেন বিরাট কোহলি। ভারতের প্রাক্তন অধিনায়ক গত আড়াই বছর ধরে শতরান হাঁকাতে পারেননি, সাম্প্রতিক সময়ে ব্যাট হাতে ফর্মের অভাব - সব মিলিয়ে কেরিয়ারের সব থেকে কঠিন সময় পার করছেন বিরাট।
এই পরিস্থিতিতে একাধিক প্রাক্তন ক্রিকেটার যখন বিরাটকে জাতীয় দল থেকে বাদ দেওয়ার দাবি করছেন, তখন বিরাটের পাশে দাঁড়ালেন বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলি।
সৌরভ জানিয়েছেন, ক্ষমতা ও গুণ না থাকলে আন্তর্জাতিক ক্রিকেটে এমন সাফল্য পেতেন না বিরাট। এবং বিরাট জানেন তিনি কেমন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন।
এই নিয়ে সৌরভ লন্ডনে এএনআইকে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন, "আন্তর্জাতিক ক্রিকেটে যে সংখ্যাগুলি উনি অর্জন করেছেন সেগুলি গুণ ও ক্ষমতা ছাড়া সম্ভব নয়। হ্যাঁ, ওনার একটি খারাপ সময় চলছে এবং উনি তা জানেন।"
এরপর সৌরভ বলেন, "কিন্তু উনি নিজে একজন অসাধারণ খেলোয়াড়, তাই উনি নিজের মান জানেন। এখনও অবধি ভালো যায়নি এবং আমি দেখতে পাচ্ছি উনি দারুণ ভাবে ফিরে আসবেন। উনি নিজের এমন একটি পথ খুঁজে পাবেন যার মাধ্যমে উনি গত ১২-১৩ বছরে সফল হয়েছেন, এবং এটি কেবল বিরাট কোহলিই করতে পারেন।"
২০১৯ সাল থেকে আন্তর্জাতিক ক্রিকেটে শতরান নেই বিরাট কোহলির। চলতি ইংল্যান্ড সফরে অত্যন্ত হতাশাজনক পারফর্ম করেছেন বিরাট। এর ফলে আসন্ন ওয়েস্ট ইন্ডিজ সফরে ওয়ানডে সিরিজে জায়গা পাননি বিরাট। চোটের কারণে ইংল্যান্ডের বিরুদ্ধে চলতি ওয়ানডে সিরিজেও নেই বিরাট কোহলি।