নীরাজের অলিম্পিক সোনা জয়ের শিহরণই কমনওয়েলথে স্মৃতি-হরমনদের অনুপ্রেরণা

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : গত বছর, টোকিও অলিম্পিকে ইতিহাস তৈরি করেছিলেন জ্যাভেলিন থ্রোয়ার নীরাজ চোপড়া, যখন তিনি সোনা জিতে গোটা দেশকে গর্বিত করেছিলেন। এবার সেই সাফল্যকে অনুপ্রেরণা করে কমনওয়েলথ গেমসে নামতে চায় ভারতীয় মহিলা ক্রিকেট দল।
বার্মিংহ্যামের উদ্দেশ্যে রওনা হওয়ার আগে সাংবাদিক বৈঠকে স্মৃতি মান্ধানা বলেছেন, "আমার শিহরণ জেগেছিল যখন নীরাজ চোপড়া অলিম্পিকে সোনা জিতেছিলেন। তাই আমাদের কাছে সুযোগ রয়েছে সেই জায়গায় গিয়ে জেতা।"
এরপর ভারতের সহ-অধিনায়িকা আরও বলেন, "আমার মনে হয় না আমরা শুধু পোডিয়াম ফিনিশকে টার্গেট করব, কারণ যখন এই পতাকা উত্তোলিত হয় এবং জাতীয় সঙ্গীত বাজে, সেটিই সেরা মুহুর্ত।"
হয়ত ভারতীয় দলের কাছে বিষয়টি কিছুটা অন্যরকম হবে, যেখানে তারা ট্রফির পরিবর্তে পদক জয়ের জন্য লড়বে। এই প্রথমবার ভারতীয় ক্রিকেট দল কমনওয়েলথ গেমসে অংশ নিচ্ছে।
এই অনভিজ্ঞতা নিয়ে স্মৃতি বলেছেন, "আমাদের কমনওয়েলথ গেমসে খেলার কোনও অভিজ্ঞতা নেই, যেখানে আমরা ট্রফি তোলার জায়গায় সোনার পদক পাওয়ার জন্য লড়ব। এখন আমাদের কল্পনা করতে হবে পোডিয়ামে উঠে পদক নেওয়ার, যা খুবই নতুন হবে।"