গত আট মাসে ছয়জন অধিনায়ককে দেখেছি - ভারতের কোচ হওয়ার অভিজ্ঞতা নিয়ে বিশেষ বার্তা দ্রাবিড়ের

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : গত টি২০ বিশ্বকাপের পর টিম ইন্ডিয়ার পুরুষ দলের হেড কোচের দায়িত্ব নিয়েছিলেন রাহুল দ্রাবিড়। আর তারপর সাদা বলের ক্রিকেটে ভারত নিউজিল্যান্ড, শ্রীলঙ্কা ও ওয়েস্ট ইন্ডিজকে হারাতে সক্ষম হয়েছে। যদিও দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি২০ আন্তর্জাতিক সিরিজ ২-২ ফলে শেষ হয়, যেহেতু শেষ ম্যাচটি বৃষ্টির জন্য ভেস্তে যায়।
কিন্তু এই অভিজ্ঞতা নিয়ে বিশেষ বার্তা শেয়ার করেছেন রাহুল দ্রাবিড়। এবং এই নিয়ে বেশ মজার কথাও বলেছেন প্রাক্তন ভারতীয় অধিনায়ক। তিনি উল্লেখ করেচেন, গত আট মাসে কিভাবে পরপর অধিনায়ক পরিবর্তিত হয়েছে ভারতীয় দলে।
পঞ্চম টি২০ শুরুর আগে দ্রাবিড় বলেছেন, "দারুণ লাগছে। বেশ মজায় কাটছে। এই যাত্রাটি বেশ চ্যালেঞ্জিং ছিল বলা যায়, সম্ভবত এখানে গত আট মাসে ছয়জন অধিনায়কের সাথে কাজ করতে হয়েছে, যা আমার পরিকল্পনা ছিল না যখন আমি শুরু করি। তবে করোনা ও যে সংখ্যক ম্যাচ আমরা খেলেছি, তার জন্যই এমনটা হয়েছে।"
এরপর দ্রাবিড় বলেছেন, "আপনি দলকে পরিচালন করতে পারেন, খেলোয়াড়দের কর্মক্ষমতা পরিচালন করতে পারেন, এবং অধিনায়কত্বে কিছু পরিবর্তনও দেখতে পারেন, ফলে আমায় বেশ কিছু ব্যক্তিদের সাথে কাজ করতে হয়েছে। বেশ চ্যালেঞ্জিং ছিল, তবে মজাও এসেছে।"
"একাধিক ব্যক্তিরা সুযোগ পেয়েছে নেতৃত্ব দেওয়ার এবং এতে দলে অনেক বেশি নেতা তৈরি হয়েছে। দল হিসেবে, আমরা নিয়মিত শিখছি, আর আমাদের সুযোগ হয়েছে গত ৮-১০ মাসে অনেক মানুষকে সুযোগ দেওয়ার, যা আমার মনে হয় দারুণ। যদি আমি আট মাস পিছনে ফিরে তাকাই, দক্ষিণ আফ্রিকা টেস্ট সিরিজটি হতাশাজনক ছিল।"