শচীনের এই পথে হেঁটে জাতীয় দলে ফিরে আসার চেষ্টা রুতুরাজ গায়কোয়াড়ের

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : দুর্দান্ত ফর্ম দেখিয়ে জাতীয় দলে ফিরে আসার জায়গা পাচ্ছেন না চেন্নাই সুপার কিংসের অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড়। মহারাষ্ট্রের এই ডানহাতি ব্যাটার এবার হাঁটছেন কিংবদন্তি শচীন তেন্ডুলকরের দেখানো পথে। আর সেই পথে হেঁটে হয়ত ভারতীয় দলে নিজের জায়গা ফিরে পাবেন।
ইংল্যান্ডের ঘরোয়া ক্রিকেটে বাকি ম্যাচগুলির জন্য ইয়র্কশায়ার ক্রিকেট ক্লাবে সই করেছেন রুতুরাজ। জুলাই মাসে সারের বিরুদ্ধে কাউন্টি চ্যাম্পিয়নশিপ ম্যাচ থেকে খেলবেন গায়কোয়াড়। মরশুমের শেষ অবধি ইয়র্কশায়ারের হয়ে খেলবেন রুতুরাজ, যার মধ্যে রয়েছে ওয়ানডে কাপও।
বর্তমানে ভারত এ দলের হয়ে প্রস্তুতি ম্যাচ খেলতে ইংল্যান্ডে রয়েছেন রুতুরাজ, সেখানেই নিজের নতুন দলের সাথে চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। এর আগে ইয়র্কশায়ারে খেলেছেন শচীন তেন্ডুলকর। বলা বাহুল্য, ১৯৯২ সালে ইয়র্কশায়ারে প্রথম বিদেশি ক্রিকেটার হিসেবে সই করেছিলেন শচীন। এছাড়াও যুবরাজ সিং (২০০৩) ও চেতেশ্বর পুজারা (২০১৫, ২০১৮) খেলেছেন ইয়র্কশায়ারের হয়ে।
গত আইপিএলে রুতুরাজ গায়কোয়াড় ব্যাট হাতে ভালো শুরু করলেও কাঁধের চোটের জন্য সরে যেতে হয়। কিন্তু তাঁর নেতৃত্বে চেন্নাই সুপার কিংস এই মরশুমে ভালো কিছু করতে পারেনি। এবারের লিগে দশম স্থানে শেষ করে পাঁচবারের আইপিএল চ্যাম্পিয়নরা।