বিরাট কোহলিদের ফ্র্যাঞ্চাইজি বিক্রি হয়ে যাবে? দাম শুনলে মাথা খারাপ হতে পারে

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : মালিকানা বদল হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে সদ্য আইপিএল চ্যাম্পিয়ন হওয়া রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের রিপোর্ট অনুযায়ী, বর্তমান মালিক ডিয়াজিও পিএলসি আরসিবি ফ্র্যাঞ্চাইজির পুরো বা বেশিরভাগ অংশ বিক্রি করার পরিকল্পনা করছে।
তবে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর মালিকানা পেতে গেলে যে পরিমাণ অর্থ খরচ করতে হবে, তা চমকে দেওয়ার মত। আইপিএল ২০২৫ চ্যাম্পিয়ন হওয়াতে আরসিবির ব্র্যান্ড ভ্যালু অনেকটাই বেড়েছে। যা খবর, মালিকানা হস্তান্তর করতে গেলে ন্যুনতম দাম হতে পারে প্রায় ১৭ হাজার কোটি টাকা।
তবে ডিয়াজিও পিএলসি সরাসরি আরসিবি ফ্র্যাঞ্চাইজি পরিচালনা করে না। ভারতে ইউনাইটেড স্পিরিটস লিমিটেড ডিয়াজিও পিএলসির মাধ্যমে আরসিবিকে পরিচালনা করে। শোনা যাচ্ছে, ইতিমধ্যেই বিনিয়োগকারীদের সাথে কথাবার্তা শুরু হয়েছে। এই খবর সামনে আসতে শেয়ার বাজারে বড় লাভ হয়েছে ইউনাইটেড স্পিরিটস লিমিটেডের।
২০০৮ সালে বিজয় মালিয়ার কিংফিশার এয়ারলাইন্স কিনেছিল বেঙ্গালুরু ফ্র্যাঞ্চাইজিকে, যার নাম তিনি নিজের মদের ব্র্যান্ডের সাথে সাযুজ্য রেখে দেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। কিন্তু পরে মালিয়া তার মালিকানা বিক্রি করেন ডিয়াজিও পিএলসির কাছে, যারা নিজেরাও মদ প্রস্তুতকারক সংস্থা।