এজবাস্টন টেস্টে হারের প্রভাব পড়বে কি টি২০ সিরিজে? টিম ইন্ডিয়ার মানসিকতা নিয়ে বার্তা রোহিত শর্মার

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : এজবাস্টনে জেতা টেস্টটি হেরে এসেছে টিম ইন্ডিয়া। দুর্ধর্ষ ইংরেজ দলের কাছে সাত উইকেটে হার হজম করতে হয় ভারতকে। এই পরিস্থিতিতে বৃহস্পতিবার থেকে শুরু হওয়া টি২০ সিরিজে ইংল্যান্ডকে হারাতে মরিয়া থাকবে ভারত।
এবং টেস্ট ম্যাচে না থাকলেও টি২০ আন্তর্জাতিকে ভারতকে নেতৃত্ব দেবেন রোহিত শর্মা। কিন্তু এই টেস্টের হার কি কোনওভাবে প্রভাব ফেলবে টি২০ সিরিজে?
এই নিয়ে রোহিত সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেছেন, "আমি এখানে কিছু ছেলেদের সাথে কথা বলেছি, অবশ্যই ওরা ফলাফল জানে কিন্তু ওরা খেলা দেখেনি। জয় না পাওয়াটা কিছুটা হলেও হতাশাজনক, তবে স্পষ্টভাবে এটি একটি ভিন্ন ফর্ম্যাট এবং মাঠে আলাদা খেলোয়াড়রা নামবে।"
"এছাড়া ইংল্যান্ডও ভিন্ন দল হিসেবে নামবে, যে দল টেস্ট ম্যাচটি জিতেছিল তাদের অনেকেই এখানে নেই, তাই এখানে দুই দলেরই ভিন্ন দিক দেখা যাবে। সময় বলবে সেই ফলাফলটি এই ফর্ম্যাটে আমাদের প্রস্তুতিতে কোনও প্রভাব ফেলেছে কিনা।"
এছাড়া রোহিত উল্লেখ করেছেন যে ইংল্যান্ডের বেশ কিছু খেলোয়াড় চলতি টি২০ ব্লাস্টে খেলেছেন এবং এই ফর্ম্যাটের সাথে অভ্যস্ত রয়েছেন। বলা বাহুল্য, গত বছরের টি২০ বিশ্বকাপের পর থেকে ভারত ১৫টি টি২০ আন্তর্জাতিক ম্যাচ খেলেছে, যার মধ্যে ১৩টিই ঘরের মাটিতে। দুটি টি২০ খেলা হয়েছে সদ্য আয়ারল্যান্ডের মাটিতে।
এদিকে গত ২১ মে আইপিএল এর ম্যাচ খেলার পর এই প্রথম মাঠে নামবেন রোহিত। করোনায় আক্রান্ত হওয়ার জেরে খেলতে পারেননি এজবাস্টন টেস্ট। নিজের ফিটনেস ও খেলা নিয়ে রোহিত বলেছেন, "করোনা হওয়ার পর ৮-৯ দিন পেরিয়ে গিয়েছে। কয়েক দিন আমার কষ্ট হয়েছিল, তবে আমি নিজের পায়ে দাঁড়াতে পারছি এবং সুস্থ রয়েছি। আমি তিন দিন আগে অনুশীলন শুরু করেছি, এবং এই ম্যাচ খেলার সিদ্ধান্ত নিয়েছি।"
বৃহস্পতিবার সাউদাম্পটনে সিরিজের প্রথম টি২০ আন্তর্জাতিকে মুখোমুখি হবে ভারত ও ইংল্যান্ড।