শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজের আগে পুরো ফিটনেস পেতে ঘাম ঝরাচ্ছেন হিটম্যান

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : শ্রীলঙ্কার বিরুদ্ধে তিন ম্যাচের ওডিআই সিরিজ খেলতে চলেছে ভারত। প্রথম ওডিআই ম্যাচের আগে ভারত অধিনায়ক রোহিত শর্মাকে দেখা গেলো একেবারে চাঙ্গা অবস্থায়। সূত্র মারফত জানা যাচ্ছে, তিনি শারীরিক ভাবে এখন পুরোপুরি সুস্থ। বাংলাদেশের বিরুদ্ধে দ্বিতীয় ওডিআই খেলার সময় বুড়ো আঙ্গুলে চোট পেয়েছিলেন রোহিত, যার ফলে বাংলাদেশের বিরুদ্ধে বাকি ম্যাচগুলো না খেলেই তাকে চলে আসতে হয়।
তবে হিটম্যান ভক্তদের জন্য রয়েছে সুখবর। রোহিত শর্মা নিজের ইনস্টাগ্রাম পেজে বেশ অনেকগুলি ভিডিও আপলোড করেছেন, যেখানে দেখা যাচ্ছে তিনি পুরোপুরি সুস্থ এবং তিনি সহজসরল ওয়ার্কআউট থেকে নানা জটিল ওয়ার্কআউট করছেন। এর থেকেই বোঝা যাচ্ছে, শ্রীলঙ্কার বিরুদ্ধে তিনটি ওডিআই ম্যাচে হিটম্যানকে অধিনায়ক হিসেবে দেখা যাবে।
গত বছর তার ফর্ম খুব একটা ভালো যায়নি। ২০১২ থেকে এই প্রথম এমন এক বছর কাটলো যেখানে রোহিত শর্মার ব্যাটে একটিও সেঞ্চুরি আসেনি। তবে ভারতীয় অধিনায়কের এমন দ্রুত উপায়ে সেরে ওঠা দেখে মনে হচ্ছে এই বছর রোহিত শর্মার ব্যাটে অনেক রান দেখতে পাওয়া যাবে এবং আবারও রোহিতের ব্যাটে বহু সেঞ্চুরি প্রত্যক্ষ করবে ভারতীয় সমর্থকরা।