ইংল্যান্ডকে হারিয়ে এই বিশ্বরেকর্ড অর্জন করলেন ভারত অধিনায়ক রোহিত শর্মা

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : বৃহস্পতিবার সাউদাম্পটনে সিরিজের প্রথম টি২০ আন্তর্জাতিকে ইংল্যান্ডকে দাপটে হারায় ভারত। করোনা সারিয়ে ফেরার পর অধিনায়ক হিসেবে ফের দায়িত্ব গ্রহণ করেন রোহিত, আর আবারও জয়ের পথে ফিরে আসে টিম ইন্ডিয়া।
আর এই জয়ের মাধ্যমে বিশ্বরেকর্ড অর্জন করলেন রোহিত শর্মা। বিশ্বের একমাত্র অধিনায়ক হিসেবে টানা ১৩টি টি২০ আন্তর্জাতিক ম্যাচ জিতেছেন রোহিত। এখনও অবধি টি২০ আন্তর্জাতিকে অধিনায়ক হয়ে একটিও ম্যাচ হারেননি রোহিত। এর আগে বাংলাদেশ, নিউজিল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ ও শ্রীলঙ্কাকে টি২০ আন্তর্জাতিকে টানা হারিয়ে এসেছে রোহিতের ভারত।
করোনা সারিয়ে ফিরে এসে ওপেনিংয়ে দারুণ শুরু করেছিলেন রোহিত, ১৪ বলে ২৪ রান করেন। তবে হার্দিক পান্ডিয়ার অলরাউন্ড পারফর্মেন্সের সৌজন্যে ইংল্যান্ডকে হারায় ভারত। ব্যাট হাতে হার্দিক ৩৩ বলে ৫১ রান করেন, এবং বল হাতে ৩৩ রানে চার উইকেট নেন।
প্রথমে ব্যাট করে ভারত ১৯৮ রানের বিশাল স্কোর খাঁড়া করে। জবাবে ১৪৮ রানে অল আউট হয়ে যায় ইংরেজ দল।