মারব নাকি? ইংরেজ পেসারকে ধাক্কা মারার জন্য রোহিতের অনুমতি চাইলেন ঋষভ পন্থ

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : এজবাস্টনে সিরিজের দ্বিতীয় টি২০ আন্তর্জাতিকে ইংল্যান্ডকে দাপটের সাথে হারায় ভারত। এবং এই ম্যাচে ভারতের হয়ে নতুন এক ওপেনিং জুটি দেখা যায়, রোহিত শর্মার সাথে ঋষভ পন্থের রুপে। এবং বেশ ঝোড়ো শুরু করেন রোহিত ও পন্থ।
কিন্তু তাদের এই জুটির একটি মুহুর্তের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। যেখানে ঋষভ পন্থ একটি দ্রুত এক রান নিতে চেয়েছিলেন এবং তারপর রোহিতের কাছে অভিযোগ করেন যে ইংরেজ পেসার ডেভিড উইলি তার কাছে চলে এসেছিল।
সেই সময়ে ঋষভ পন্থ মজা করে রোহিতকে বলেন, "এ সামনে চলে এসেছিল, ধাক্কা মারব নাকি?" এরপর রোহিতও বলে দেন, "হ্যাঁ মেরে দাও।" আর এই মুহুর্তটির ভিডিও বেশ ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়।
দেখুন ভিডিও -
প্রথমে ব্যাট করে রবীন্দ্র জাদেজার ৪৬ রানের ইনিংসের সৌজন্যে ভারত ১৭০/৮ স্কোর তোলে। জবাবে ভুবনেশ্বর কুমারের ৩/১৫ এর দুরন্ত বোলিং স্পেলে ১২১ রানে অল আউট হয় ইংল্যান্ড।