বিজয় মিছিল বাতিল বেঙ্গালুরুর! তবে দেখা হবে কোহলিদের সঙ্গে, জানুন কীভাবে

এক্সট্রা টাইম ওয়েব ডেস্কঃ বেঙ্গালুরুর মানুষদের জন্য কিছুটা হতাশাজনক খবর। শহরের পুলিশ বুধবার এক বিজ্ঞপ্তি জারি করে জানিয়ে দেয় যে, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর আইপিএল জয়ের উদ্যাপন উপলক্ষে খোলা বাসে বিজয় মিছিল হবে না। পুলিশ সূত্রে বলা হয়েছে, ট্রাফিক এবং লজিস্টিক সমস্যার কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এই সিদ্ধান্ত এসেছে মাত্র কয়েক ঘণ্টা আগে, যখন শহরবাসী অপেক্ষায় ছিল এক বর্ণাঢ্য বিজয় উৎসবের, যা হতে পারত আরসিবির প্রথম আইপিএল শিরোপা জয়ের অভূতপূর্ব উদ্যাপন। তবে, দলের জন্য একটি সংবর্ধনা অনুষ্ঠান আয়োজন করা হচ্ছে আজ চিন্নাস্বামী স্টেডিয়ামে। বেঙ্গালুরু ট্রাফিক পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, শুধুমাত্র টিকিট বা পাসধারীরাই এই অনুষ্ঠানে প্রবেশ করতে পারবেন। “কোনও বিজয় মিছিল হবে না,”—পরিষ্কার ভাষায় জানিয়েছে ট্রাফিক বিভাগ।
RCB-র সংবর্ধনা অনুষ্ঠান আজ সন্ধ্যা ৫টায় অনুষ্ঠিত হবে চিন্নাস্বামী স্টেডিয়ামে।
পুলিশের পক্ষ থেকে বিকেল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত সেন্ট্রাল বিজনেস ডিস্ট্রিক্ট এলাকা এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে।গাড়ির ভিড় ও জট এড়াতে সাধারণ মানুষকে মেট্রো ও অন্যান্য পাবলিক ট্রান্সপোর্ট ব্যবহারের আহ্বান জানানো হয়েছে, কারণ স্টেডিয়ামের আশপাশে পার্কিংয়ের সুবিধা সীমিত।
RCB-র প্রথম আইপিএল শিরোপা জয় ঘিরে মঙ্গলবার রাতেই শহর জুড়ে স্বতঃস্ফূর্ত উল্লাস দেখা যায়। অনেক ভক্ত বিধান সৌধ এবং চিন্নাস্বামী স্টেডিয়ামের সামনে জড়ো হয়ে উদ্যাপন করেন। এই শিরোপা এসেছে রজত পতিদারের নেতৃত্বে। এদিকে, বিপুল সমর্থন থাকা সত্ত্বেও এতদিন ট্রফি অধরা থাকা বিরাট কোহলিও অবশেষে নিজের প্রথম আইপিএল শিরোপা পেলেন — আরসিবির হয়ে তাঁর ১৮তম মরশুমো