প্রত্যাশা আঘাত করে! আয়ারল্যান্ড সফরে সুযোগ না পাওয়ায় দুঃখ প্রকাশ এই ভারতীয় তারকার

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : বুধবার বিসিসিআইয়ের তরফ থেকে আয়ারল্যান্ড সফরে টি২০ আন্তর্জাতিক সিরিজের জন্য ভারতীয় দল ঘোষণা করা হয়। আইপিএল ২০২২ এ দুরন্ত পারফর্মেন্সের পুরষ্কার হিসেবে জাতীয় দলে সুযোগ পান সঞ্জু স্যামসন ও রাহুল ত্রিপাঠী। অধিনায়ক হিসেবে নির্বাচিত হয়েছেন হার্দিক পান্ডিয়া।
তবে এই দুই ম্যাচের টি২০ আন্তর্জাতিক সিরিজে সুযোগ পাননি রাহুল তেওয়াটিয়া। ২৯ বছর বয়সী এই অলরাউন্ডার সদ্য আইপিএলে দুর্দান্ত ভাবে ফিনিশারের ভূমিকা পালন করেছিলেন। কিন্তু নির্বাচকরা তাকে এই সিরিজের জন্য বাছেননি।
আর এই হতাশায় সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন তেওয়াটিয়া। অল্প কিছু শব্দে তেওয়াটিয়া লিখেছেন, "প্রত্যাশা আঘাত করে।" আর এই টুইটটি বেশ ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।
বলা বাহুল্য, আইপিএল ২০২২ এর বিজয়ী দল গুজরাট টাইটান্স দলের সদস্য ছিলেন তেওয়াটিয়া, যে দলের অধিনায়ক হার্দিক পান্ডিয়া। ৩১ এর গড়ে ২১৭ রান করেছেন, যেখানে স্ট্রাইক রেট ১৪৭.৬২।