WTC ফাইনালের পিচ নষ্ট করতে পারেন আন্দোলনকারীরা! সতর্ক আইসিসি

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : বুধবার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ২০২৩ ফাইনালে মুখোমুখি হবে ভারত ও অস্ট্রেলিয়া। আর তার জন্য সেজে উঠেছে লন্ডনের দ্য ওভাল। তবে এই ফাইনালের জন্য একটি নয়, দুটি পিচ তৈরি করেছে আইসিসি।
কিন্তু কেন? ইএসপিএন ক্রিকইনফোর রিপোর্ট অনুযায়ী, লন্ডনের কিছু আন্দোলনকারীদের জন্য নষ্ট হতে পারে পিচ, সেই কারণে সতর্ক আইসিসি।
আরও পড়ুন - WTC ফাইনালের একদিন আগে চোট পেলেন ভারতীয় অধিনায়ক! চিন্তায় ভারতীয় ম্যানেজমেন্ট
এই আন্দোলনের নাম 'জাস্ট স্টপ অয়েল'। যার মূল উদ্দেশ্য হল পরিবেশকে বাঁচানো। গত সোমবার এই আন্দোলনকারীরা ওভালের সামনে যান চলাচল বন্ধ করে দিয়েছিল। তারপর অস্ট্রেলিয়া দল আসার আগে পুলিশ তাদের সরিয়ে দেয়।
এমনকি গত সপ্তাহে আয়ারল্যান্ডের বিরুদ্ধে একক টেস্ট ম্যাচ চলাকালীন লর্ডসে ইংল্যান্ডের টিম বাস আটকে দেয় আন্দোলনকারীরা। এছাড়া সম্প্রতি বিশ্ব স্নুকার চ্যাম্পিয়নশিপ ও ইংলিশ প্রিমিয়ারশিপ রাগবি ফাইনালও স্তব্ধ করে দেন তারা।