নাইটদের হয়ে এই আক্ষেপ আরসিবির হয়ে মেটাতে চান সল্ট

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক: গতবারের আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের হয়ে ফাইনাল ম্যাচ খেলা হয়নি ফিল সল্টের। সেবার আইপিএলের পর ছিল টি-২০ বিশ্বকাপ। সেই সময় ইংল্যান্ডের সকল ক্রিকেটারদের দেশে ডেকে নিয়েছিল তাদের বোর্ড।
তাই ফাইনাল ম্যাচ না খেলেই দেশে ফিরতে হয় নাইট টিমের সদস্য সল্টকে। যে কারণে সরাসরি সল্টের আইপিএল ট্রফি জেতা হয়নি। এ বার তাঁর সামনে ফের সুযোগ। হাতছানি দিচ্ছে ট্রফি।
এই ট্রফি জয়ের স্বাদ পেতে সন্তানসম্ভবা স্ত্রীকে তড়িঘড়ি দেখে মঙ্গলবার ভোররাতে ভারতে ফেরেন সল্ট। আইপিএলে দুরন্ত ছন্দে রয়েছেন সল্ট। এখনও পর্যন্ত ১২টি ম্যাচ খেলে সল্ট করেছেন ৩৮৭ রান করেছেন। সর্বাধিক রান করেছেন ৬৫। এ বার দেখার ফাইনাল আরসিবিকে চ্যাম্পিয়ন করতে পারেন কিনা।