ফাইনালের আগে বড় ধাক্কা বিরাটদের! অনিশ্চিত দলের এই তারকা ক্রিকেটার

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক: মেগা ফাইনালে আগে মাথায় হাত আরসিবি সমর্থকদের। ফিল সল্টকে কি ফাইনালে দেখা যাবে না? বাড়ছে সেই সম্ভাবনা। দীর্ঘ ৯ বছর পর আইপিএলের ফাইনালে জায়গা করে নিয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।
নতুন অধিনায়ক রজত পাটিদারের নেতৃত্বে ট্রফি জয়ের স্বপ্ন দেখছে আরসিবি। বিরাট কোহলির সঙ্গে ওপেনার হিসাবে ভরসা দিয়েছেন ফিল সল্ট। তবে সূত্রের খবর এই ইংলিশ তারকা ফাইনালের মঞ্চে বেঙ্গালুরু একাদশে থাকবেন না। ফলে আরসিবি শিবির বর্তমানে চিন্তার মধ্যে রয়েছে।
শোনা যাচ্ছে, তাঁর স্ত্রী প্রথম সন্তানের জন্ম দিতে চলেছেন। সেই কারণেই সম্ভবত সল্ট দেশে ফিরে গিয়েছেন বলে মনে করা হচ্ছে। তবে এখনও পর্যন্ত দলের পক্ষ থেকে অফিশিয়ালি কিছু জানানো হয়নি। যদি ফিল সল্ট একাদশে না থাকেন তাহলে বেঙ্গালুরুর হয়ে বিরাট কোহলির সঙ্গে টিম সেইফার্টকে ওপেনিং করতে দেখা যেতে পারে।
আরসিবির সম্ভাব্য একাদশ-বিরাট কোহলি, টিম সেইফার্ট, মায়াঙ্ক আগরওয়াল, রজত পাটিদার (অধিনায়ক), লিয়াম লিভিংস্টোন, জিতেশ শর্মা (উইকেটকিপার), রোমারিও শেফার্ড, ক্রনাল পান্ডিয়া, ভুবনেশ্বর কুমার, জশ হ্যাজেলউড, যশ দয়াল