রোহিত শর্মার এই মন্তব্যের পালটা জবাব দিলেন প্যাট কামিন্স

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল ২০২৩-এ ভারতকে ২০৯ রানে হারিয়েছে অস্ট্রেলিয়া। তবে শুধু মাঠে নয়, মাঠের বাইরেও ভারত অধিনায়ক রোহিত শর্মাকে মাত দিলেন অস্ট্রেলিয়া অধিনায়ক প্যাট কামিন্স।
ম্যাচের পর সাংবাদিক বৈঠকে রোহিত শর্মা বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফর্ম্যাট শুধরানোর নিদান দিয়েছিলেন। তিনি বলেছেন, "আমি চাইব এই ফাইনাল তিন ম্যাচের সিরিজ হোক। আমরা অনেক পরিশ্রম করেছি আর লড়েছি, কিন্তু আমরা মাত্র একটিই ম্যাচ খেললাম। আমার মনে হয় পরের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রে তিন ম্যাচের সিরিজ রাখলে ভালো হয়।"
এদিকে রোহিতের এই বক্তব্যের পালটা জবাব দিয়েছেন প্যাট কামিন্স। অস্ট্রেলিয়ার এই জোরে বোলার রোহিতের এই বক্তব্যকে মানতে রাজি নন।
আরও পড়ুন - ভারতকে উড়িয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া
তিনি বলেছেন, "আমার মনে হয় এটাই ঠিক আছে, কোনও পরিবর্তের প্রয়োজন নেই। আপনি মনে করতে পারেন ৫০ ম্যাচের সিরিজ হোক, কিন্তু অলিম্পিকে একটি দৌড় প্রতিযোগিতাতেই স্বর্ণপদক আসে। এএফএল, এনআরএল এর মরশুমগুলোরও ফাইনাল হয়। এটাই খেলাধূলার অঙ্গ।"