আইসিসি র্যাঙ্কিংয়ে ভারতকে পিছনে ফেলল পাকিস্তান! কোথায় রয়েছে টিম ইন্ডিয়া? দেখুন…

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : সোমবার আইসিসি তাদের সর্বশেষ ওয়ানডে আন্তর্জাতিক র্যাঙ্কিং প্রকাশ করে। আর সেখানে দেখা যায়, ভারতকে পিছনে ফেলে চতুর্থ স্থানে এগিয়ে গিয়েছে পাকিস্তান। আর পঞ্চম স্থানে নেমে গিয়েছে টিম ইন্ডিয়া।
ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ৩-০ ব্যবধানে ওয়ানডে সিরিজ জেতার পর এই উন্নতি হয়েছে পাকিস্তানের। আর এর জেরে ১০৬ রেটিং পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে রয়েছে পাকিস্তান। অন্যদিকে মাত্র এক পয়েন্ট কম নিয়ে পঞ্চম স্থানে ভারত।
২০১৯ সালের অক্টোবর মাসের পর থেকে আজ অবধি মাত্র একটি ওয়ানডে আন্তর্জাতিক সিরিজ হেরেছে পাকিস্তান। জিম্বাবওয়ে ও দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ২-১ ব্যবধানে জয়, আর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ঘরের মাঠে একই ব্যবধানে জিতেছিল পাকিস্তান।
তবে ভারতের সামনে সুযোগ রয়েছে পাকিস্তানকে টপকানোর। ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ানডে আন্তর্জাতিক খেলবে ভারত। এদিকে পাকিস্তান তাদের পরবর্তী ওয়ানডে সিরিজ খেলবে আগস্ট মাসে।