বিরাট কোহলির খারাপ ফর্ম নিয়ে সহমর্মিতা দেখালেন নোভাক জকোভিচ

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : দুই ক্রীড়ার দুই মহাতারকা, অথচ সময়ে সময়ে দুই মানুষই যেন একে অপরের পাশে থাকে। একদিকে ক্রিকেটের বিরাট কোহলি, অন্যদিকে টেনিসের নোভাক জকোভিচ। আজ একটি বিষয়তেই যেন একে অপরের পাশে দাঁড়িয়েছেন এই দুই মহাতারকা।
বিগত কয়েক বছর ধরে খারাপ ফর্মের শিকার হয়েছেন বিরাট কোহলি। এবং গত কয়েক মাসে সেটি যেন চরম পর্যায়ে পৌঁছেছে। এই পরিস্থিতিতে ক্রিকেট ভক্তরা যখন ক্ষোভ উগড়ে দিচ্ছেন কোহলির উপর, তখন ক্রিকেটের সেরারা তাদের সমর্থন প্রদান করছেন বিরাটের কাছে।
এবার ক্রিকেটের বাইরে টেনিস জগতের অন্যতম সেরা নোভাক জকোভিচ পাশে দাঁড়ালেন বিরাটের। যদিও তিনি কিছু বলেননি, কিন্তু এমন এক কাজ করলেন, যার মাধ্যমে তিনি নিজের সহমর্মিতা প্রকাশ করেছেন।
সদ্য ইংল্যান্ডের প্রখ্যাত ক্রিকেটার কেভিন পিটারসেন পোস্ট করেছিলেন বিরাট কোহলির খারাপ ফর্মের বিষয়ে ইনস্টাগ্রামে সেই পোস্টে পিটারসেন লেখেন, "বন্ধু, তোমার ক্রিকেটজীবনে এমন অনেক ইনিংস আছে, যেগুলো খেলতে পারলে অনেক ক্রিকেটারই বর্তে যেত। বিশেষ করে যাদের এখন আর খেলার সুযোগ নেই, তারা। তুমি গর্ববোধ করতে পার সেটি নিয়ে। এগিয়ে চলো সামনের দিকে। জীবনটা উপভোগ করো। ক্রিকেটই তো আর সবকিছু নয়। এটি ছাড়াও অনেক কিছুই রয়েছে তোমার জীবনে। তুমি ঠিকই নিজেকে ফিরে পাবে।"
এবার সেই পোস্টে লাইক দিয়েছেন নোভাক জকোভিচ। হয়ত কাজটি ছোট, কিন্তু এর মাধ্যমে তিনিও পাশে দাঁড়ালেন বিরাটের।
ক্রিকেট ছাড়াও টেনিস নিয়ে বিরাট কোহলির আগ্রহ অনেক বেশি। রজার ফেডেরার, নোভাক জকোভিচের সাথে বেশ ভালো আলাপ কোহলির। সম্প্রতি উইম্বলডন জয়ের পর সোশ্যাল মিডিয়ায় জকোভিচকে অভিনন্দন জানান কোহলি। এবার সংকটের দিনে সেই কোহলির পাশে দাঁড়ালেন জকোভিচ।