কেউ অপরিহার্য নন! খেলোয়াড়দের বিরতি চাওয়ার কোনও অধিকার নেই, কড়া বার্তা সুনীল গাভাস্কারের

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : বর্তমানে ভারতীয় ক্রিকেটে দুটি আলোচনা জোর কদমে চলছে। প্রথমত, শীর্ষস্থানীয় খেলোয়াড়দের অনবরত বিরতি নেওয়া। দ্বিতীয়ত, অফ ফর্ম সত্ত্বেও বিরাট কোহলির দলে থেকে যাওয়া। এই নিয়ে নানা মুনির নানা মত এসেছে। এবার এই দুটি বিষয়ে কার্যত ক্ষোভ প্রকাশ করেছেন প্রাক্তন ভারত অধিনায়ক সুনীল গাভাস্কার।
গাভাস্কার মনে করেন, একা বিরাট কোহলি নন, অনেকেই এরকম অফ ফর্মে রয়েছে। এই নিয়ে এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের টিভি শোয়ে গাভাস্কার বলেছেন, "উনি (বিরাট কোহলি) একমাত্র নন যিনি ফর্মের বাইরে রয়েছে। এটি কেবল একজনের বিষয় নয়।"
এদিকে শীর্ষস্থানীয় খেলোয়াড়দের টানা বিশ্রাম নিয়ে গাভাস্কার বলেছেন, "যখন ক্রিকেটাররা ভারতের হয়ে খেলছেন, তারা বিশ্রাম নিতে পারেন না। যদি নির্বাচকরা তাদের বাদ দেন, তাহলে ঠিক আছে। কেউ আইপিএল খেলার সময়ে বিশ্রাম চান না। আপনাকে ভারতের হয়ে খেলতেই হবে। যারা এই সুখবর লাভ পাচ্ছেন, তাদের এমন ছাড় দেওয়া উচিত নয়। নির্বাচন কমিটি সিদ্ধান্ত নিক। কিন্তু একজন খেলোয়াড় বিরতি চাইতে পারেন না।"
তাহলে কি স্রেফ নাম ও প্রভাবের ভিত্তিতেই দলে অপরিহার্য হয়ে ওঠেন তারকা ক্রিকেটাররা? এই নিয়ে গাভাস্কার চড়া সুরে বলেছেন, "ডন ব্র্যাডম্যান কিংবা গ্যারি সোবার্স সহ কোনও খেলোয়াড়ই অপরিহার্য নন। এই খেলার ইতিহাসে কোনও একজন খেলোয়াড়ও অপরিহার্য ছিলেন না।"
তবে কি বিরাট কোহলিকে টি২০ ক্রিকেট থেকে অবসর নিয়ে ওয়ানডেতে মনোনিবেশ করা উচিত? এই নিয়ে সুর নরম করে গাভাস্কার বলেন, "এটা ওনার সিদ্ধান্ত। উনি নিজের ক্রিকেট বাকিদের থেকে ভালো বোঝেন। আমরা বাইরে রয়েছি। আমরা জানি না ওনার মানসিক পরিস্থিতি কি রয়েছে।"