স্বাধীনতা দিবস উপলক্ষ্যে বিশ্ব একাদশের বিরুদ্ধে ভারতের ম্যাচের আর্জি জানাল মোদী সরকার

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : আগামী ১৫ আগস্ট ভারতবর্ষ তার ৭৫তম স্বাধীনতা দিবস পালন করবে। আর এই বিশেষ দিন উপলক্ষ্যে, কেন্দ্রীয় সরকার এক বিশেষ আর্জি জানিয়েছে দেশের ক্রিকেট নিয়ামক সংস্থা বিসিসিআইকে।
একাধিক রিপোর্ট অনুযায়ী, কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রক বিসিসিআইয়ের কাছে আর্জি জানিয়েছে, যাতে আগামী ২২ আগস্ট টিম ইন্ডিয়া ও বিশ্ব একাদশের মধ্যে একটি প্রীতি ম্যাচ আয়োজন করা যায়। এবং এই ম্যাচটি আজাদি মহোৎসব কর্মসূচির একটি অঙ্গ হবে।
যদিও এই প্রস্তাবটি এখনও সবুজ সংকেত পায়নি, তবে এই বিশেষ ম্যাচটি দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে আয়োজন করার পরিকল্পনা রয়েছে।
তবে এক্ষেত্রে বিশ্ব একাদশের দল গড়ে তুলতে বড় সমস্যা হয়ে উঠবে, কারণ সেই সময়ে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ ও দ্য হান্ড্রেড চলবে। তবে স্বস্তির খবর এই, বেশ কিছু শীর্ষস্থানীয় ভারতীয় খেলোয়াড়দের পাওয়া যেতে পারে এই ম্যাচের জন্য। জিম্বাবওয়ের বিরুদ্ধে সিরিজে বিশ্রাম নিতে পারেন রোহিত শর্মা, বিরাট কোহলি, জসপ্রীত বুমরাহের মত সুপারস্টাররা।