অবসরের পর বিসিসিআইতে আসতে চান মিতালি রাজ

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : গত ৮ জুন আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের কথা ঘোষণা করেছিলেন প্রাক্তন ভারতীয় অধিনায়িকা মিতালি রাজ। আর তারপর অনেকের প্রশ্ন ছিল, অবসরের পর কি ভূমিকা নেবেন মিতালি?
এবার স্বয়ং মিতালি বিসিসিআইয়ের প্রশাসনে আসতে আগ্রহ দেখিয়েছেন। তিনি মনে করেন, নিজের অভিজ্ঞতার মাধ্যমে মহিলা ক্রিকেটের উন্নতি সাধনে কাজে আসবেন।
এই নিয়ে এক সর্বভারতীয় মিডিয়াকে দেওয়া সাক্ষাতকারে মিতালি বলেছেন, "যদি আমার কাছে সু্যোগ আসে, আমি অবশ্যই প্রশাসনে আসতে পছন্দ করব, যেহেতু এত বছরের অভিজ্ঞতা রয়েছে আমার সাথে। খেলোয়াড় হিসেবে, খেলার নানা পর্যায়ের মধ্যে দিয়ে যাওয়ায়, আমার অভিজ্ঞতা কাজে আসবে।"
এরপর মিতালি বলেছেন, "আপনি কোনও মহিলাকে একটি নির্দিষ্ট স্থান দিতে পারেন কারণ মহিলারাই মহিলা ক্রিকেটকে ভালো বোঝে। দল ও ক্রিকেট মহলের সাথে এর আগেও মহিলারা এত বছর ধরে জুড়ে রয়েছেন। যেভাবে বেলিন্ডা ক্লার্ক নিজের অভিজ্ঞতার মাধ্যমে ক্রিকেট অস্ট্রেলিয়াকে তৈরি করেছেন, বা ক্লেয়ার কনর ইসিবির হয়ে দারুণ কাজ করেছে। যদি সুযোগ দেওয়া হয়, আমি নিশ্চিত মহিলারা মহিলা ক্রিকেটের জন্য অনেক ভালো কাজে আসবে।"