লড়াকু শতরানের পর পরিবারের উদ্দেশ্যে হৃদয় ছোঁয়া সেলিব্রেশনে মাতলেন মনোজ তিওয়ারি

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : রঞ্জি ট্রফির সেমি ফাইনালে মুখোমুখি হয়েছে বাংলা ও মধ্যপ্রদেশ। আর এই ম্যাচে কিছুটা ব্যাকফুটে রয়েছে বাংলা দল। আলুরের কেএসসিএ ক্রিকেট গ্রাউন্ডে ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়েছিল বাংলা, পাঁচ উইকেট পড়ে গিয়েছিল ৫৪ রানে। কিন্তু সেখান থেকে লড়াকু শতরান করেন অভিজ্ঞ মনোজ তিওয়ারি।
পশ্চিমবঙ্গের ক্রীড়া ও যুব বিষয়ক প্রতিমন্ত্রী মনোজ তিওয়ারি মধ্যপ্রদেশের বিরুদ্ধে বৃহস্পতিবার ২১১ বলে ১০২ রানের দুর্দান্ত ইনিংস খেলেন। এবং এই শতরানের পর পরিবারের উদ্দেশ্যে বিশেষ সেলিব্রেশনে মাতেন মনোজ। ৩৬ বছর বয়সী এই তারকা একটি কাগজে হাতে লেখা নোট বের করেন, যেখানে তার স্ত্রী ও সন্তানদের জন্য হৃদয় ছুঁয়ে যাওয়া বার্তা ছিল।
এই নিয়ে রঞ্জিতে টানা দ্বিতীয় শতরান হাঁকালেন মন্ত্রীমশাই। এর আগে ঝাড়খন্ডের বিরুদ্ধে কোয়ার্টার ফাইনালেও ১৩৬ রানের ইনিংস খেলেছিলেন মনোজ।
মনোজ ছাড়াও শাহবাজ আহমেদের ১১৬ রানের ইনিংসের ভিত্তিতে বাংলা ২৭৩ রান তুলতে পারে। মনোজ ও শাহবাজ ১৮৩ রানের জুটি গড়েন ষষ্ঠ উইকেটে। যদিও মধ্যপ্রদেশের ৩৪১ রানের গন্ডি টপকাতে ব্যর্থ হয় বাংলা।