মাহি ভাই একটিই জিনিস আমায় শিখিয়েছিলেন, ধোনির এই পরামর্শেই চলছেন হার্দিক পান্ডিয়া

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : ২০২১ টি২০ বিশ্বকাপের পর একপ্রকার ধরা হয়েছিল, জাতীয় দলে হার্দিক পান্ডিয়ার প্রত্যাবর্তন খুব কঠিন। কিন্তু আইপিএল ২০২২ এ গুজরাট টাইটান্সের অধিনায়ক হয়ে খেতাব জিতে সকলকে ভুল প্রমাণ করে দেন হার্দিক। বল ও ব্যাটে চমৎকার পারফর্মেন্সের জেরে দক্ষিণ আফ্রিকা সিরিজে সুযোগ পেয়েছেন হার্দিক।
এবং সিরিজে চতুর্থ টি২০ আন্তর্জাতিকে দুর্দান্ত ব্যাটিং করেছিলেন হার্দিক। ম্যাচের পর এক সাক্ষাৎকারে দীনেশ কার্তিক হার্দিককে জিজ্ঞেস করেন, গুজরাট টাইটান্স ও টিম ইন্ডিয়ার মধ্যে খেলায় মনোভাবের কিরকম পরিবর্তন থাকে। এর জবাবে হার্দিক মহেন্দ্র সিং ধোনির এক পরামর্শের কথা স্মরণ করেন।
বিসিসিআই টিভিতে হওয়া সেই সাক্ষাৎকারে হার্দিক পান্ডিয়া বলেন, "আমার কেরিয়ারের শুরুতে, মাহি ভাই আমায় একটি জিনিস শিখিয়েছিলেন। আমি ওনাকে খুব সহজ প্রশ্ন করেছিলাম যে কিভাবে সমস্ত চাপ থেকে দূরে থাকা যায়, এবং তিনি আমায় খুব সরল একটি পরামর্শ দেন। তিনি বলেছিলেন, 'ভাবা বন্ধ করে দাও তোমার স্কোর কত এবং তোমার দলের কি প্রয়োজন সেটি নিয়েই ভাবো।' এই কথাটি আমায় ক্রিকেটার হিসেবে অনেক সাহায্য করেছে।"
শুক্রবার রাজকোটে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ৩১ বলে ৪৬ রানের ঝোড়ো ইনিংস খেলেন হার্দিক। ১৪৮.৩৯ স্ট্রাইক রেটে তিনটি চার ও তিনটি ছয়ের মাধ্যমে এই ইনিংস গড়েন হার্দিক।