মধ্যপ্রদেশের কাছে হেরে সেমিতেই রঞ্জি অভিযানের ইতি ঘটল বাংলার

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : এবারেও হল না! দারুণ শুরু করলেও শেষ অবধি সেমি ফাইনালেই ছিটকে গেল বাংলা দল। রঞ্জি ট্রফির সেমি ফাইনালে মধ্যপ্রদেশের বিরুদ্ধে ১৭৪ রানের বড় হার হজম করতে হল অরুণ লালের ছেলেদের।
শেষ ইনিংসে ৩৫০ রানের বড় টার্গেট ছিল বাংলার। কিন্তু চতুর্থ ইনিংসে বড়সড় ব্যাটিং বিপর্যয়ের শিকার হয় বাংলা। একা অধিনায়ক অভিমন্যু ঈশ্বরণ ৭৮ রানের লড়াকু ইনিংস খেলেন। কিন্তু অভিষেক রমন (০), সুদীপ ঘরামী (১৯), মনোজ তিওয়ারি (৭), অনুষ্টুপ মজুমদার (৮) এর মত ব্যাটাররা চতুর্থ ইনিংসে লড়াই দেখাতে পারেননি। ফলে ১৭৫ রানে অল আউট হয় বাংলা।
এবং বাংলাকে হারানোর ক্ষেত্রে চতুর্থ ইনিংসে বড় ভূমিকা নেন বাঁহাতি স্পিনার কুমার কার্তিকেয়। ৬৭ রানে নেন পাঁচ উইকেট। এছাড়া গৌরব যাদব নেন তিন উইকেট।
প্রথম ইনিংসে মধ্যপ্রদেশ হিমাংশু মন্ত্রীর দুর্দান্ত ১৬৫ রানের ইনিংস ও অক্ষত রঘুবংশীর ৬৩ রানের সৌজন্যে ৩৪১ রান তোলে। বাংলার হয়ে চার উইকেট নেন মুকেশ কুমার।
জবাবে ৫৪/৫ এ বিপদে পড়ে যায় বাংলা। এমন পরিস্থিতিতে মনোজ তিওয়ারি (১০২) ও শাহবাজ আহমেদ (১১৬) এর শতরানের ভিত্তিতে ২৭৩ রানের সম্মানজনক স্কোর তোলে বাংলা।
এরপর দ্বিতীয় ইনিংসে শাহবাজ আহমেদের পাঁচ উইকেট ও প্রদীপ্ত প্রামাণিকের চার উইকেটের সৌজন্যে মধ্যপ্রদেশকে ২৮১ রানে আটকে রাখে বাংলা। কিন্তু চতুর্থ ইনিংসে ৩৫০ এর লক্ষ্যটা বড্ড বেশি হয়ে গিয়েছিল। যা অর্জন করতে ব্যর্থ হয় বাংলা।
এর ফলে রঞ্জি ট্রফি ২০২২ মরশুমে ফাইনালে মুখোমুখি হবে মুম্বই ও মধ্যপ্রদেশ।