আইপিএল জিতে কোহলিরা ২০ কোটি পেলেও কর্ণধাররা পেলেন ১০০ গুণ লাভ! পরিমাণ জানলে চমকাবেন

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : ১৮ বছরের অপেক্ষার পর অবশেষে আইপিএল ট্রফি জিতেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। আইপিএল ২০২৫ ফাইনালে পাঞ্জাব কিংসকে ৬ রানে হারিয়ে প্রথমবার আইপিএল চ্যাম্পিয়ন হয়েছেন বিরাট কোহলিরা। আর এর জেরে বিসিসিআইয়ের তরফ থেকে ২০ কোটি টাকা আর্থিক পুরষ্কার পাওয়ার কথা রয়েছে আরসিবির।
তবে এর থেকে অনেক বেশি লাভ করেছেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর কর্ণধার ইউনাইটেড স্পিরিটস লিমিটেড। যা অর্থ পেয়েছেন বিরাটরা, তার থেকে ১০০ গুণ বেশি অর্থ লাভ হিসেবে পেয়েছে ইউএসএল, তাও আবার শুধু ফাইনাল ম্যাচের জন্য।
ফাইনালের দিন ইউনাইটেড স্পিরিটস লিমিটেডের শেয়ার এক ধাক্কায় ২৯.৭৫ টাকা বেড়ে সর্বোচ্চ ১৫৭৯ টাকায় পৌঁছেছিল। এর জেরে এই সংস্থার মার্কেট ক্যাপ ১,১২,৬৮৮.৪৭ কোটি টাকা থেকে ১,১৪,৮৫২.৩৪ কোটি টাকায় বেড়েছে। অর্থাৎ মোট ২১৬৪ কোটি টাকা লাভ হয়েছে আরসিবির মালিকদের।
শুধু তাই নয়, আইপিএল ফাইনালের টিকিট বিক্রি থেকেও বিপুল অর্থ পেয়েছে আরসিবি। একাধিক মিডিয়ার রিপোর্ট অনুযায়ী, আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ফাইনালে প্রায় ২৪ কোটি টাকা টিকিট বিক্রি থেকে পেয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।