রাহানেকে নিয়ে লড়াই জারি কোহলির! শেষ দিনে ভারতের প্রয়োজন ২৮০ রান

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক: ওভালে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল জিততে হলে ভারতকে ৪৪৪ রান তাড়া করতে হবে। চতুর্থ দিনের শেষবেলায় বিরাট কোহলি ও অজিঙ্ক রাহানের দাঁতে দাঁত চেপে লড়াই করছেন। চতুর্থ দিনের শেষে ভারতের স্কোর ৩ উইকেটের বিনিময়ে ১৬৪ রান। খেতাব জিততে ম্যাচের শেষ দিন ৯৭ ওভারে ভারতকে আরও ২৮০ রান করতে হবে।
চতুর্থ দিনের খেলা শুরুর আগে চালকের আসনে ছিল অস্ট্রেলিয়াই। তবে ভারত এখনও ম্যাচ থেকে দূরে সরে যায়নি। যদিও চতুর্থ দিনে অস্ট্রেলিয়ার দ্বিতীয় ইনিংস দ্রুত গুটিয়ে দেওয়া সম্ভব হয়নি ভারতের পক্ষে। ৮ উইকেট হারিয়ে ২৭০ রান করে ইনিংস ডিক্লেয়ার ঘোষণা করে অজিরা।
জয়ের জন্য ৪৪৪ রানের লক্ষ্যমাত্রা সামনে নিয়ে শেষ ইনিংসে ব্যাট করতে নামে ভারত। ভারতের দ্বিতীয় ইনিংসের ৭.১ ওভারে বোল্যান্ডের বলে স্লিপে শুভমন গিলের ক্যাচ ধরেন ক্যামেরন গ্রিন। যদিও টেলিভিশন রিপ্লে দেখে মনে হয় যে, বল মাটি ছুঁয়েছিল। যা নিয়ে এখনও সোশ্যাল মিডিয়ায় চলছে বিতর্ক। গিল ১৯ বলে ১৮ রান করে মাঠ ছাড়েন। ৪১ রানে প্রথম উইকেট হারায় ভারত। পূজারা ও রোহিত ভারতের ইনিংস এগিয়ে নিয়ে গেলেও লায়নের বলে এলবিডব্লিউ আউট হন রোহিত শর্মা। রিভিউ নিয়েও বাঁচেননি ভারত অধিনায়ক। ৬০ বলে ৪৩ রান করেন হিটম্যান। ৭টি চার ও ১টি ছয় মারেন রোহিত। ৯২ রানে ২ উইকেট হারায় ভারত।
আরও পড়ুন: এআইএফএফ করল বড় ঘোষণা, আশঙ্কায় মহামেডান
এরপরই প্যাট কামিন্সের বাউন্সারে ব়্যাম্প শট খেলতে গিয়ে উইকেটকিপারের দস্তানায় ধরা পড়েন চেতেশ্বর পূজারা। ৪৭ বলে ২৭ রান করেন পূজারা। ভারত ৯৩ রানে ৩ উইকেট হারায়। এরপর অজিঙ্ক রাহানেকে সঙ্গে নিয়ে ৫০ রানের পার্টনারশিপ পূর্ণ করেন বিরাট কোহলি। দিন শেষে দ্বিতীয় ইনিংসে ভারতের স্কোর ৩ উইকেটে ১৬৪ রান। বিরাট কোহলি ৬০ বলে ৪৪ রান ও অজিঙ্ক রাহানে ৫৯ বলে ২০ রান করে অপরাজিত আছেন। পঞ্চম দিনে ভারতকে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ জিততে গেলে প্রয়োজন ২৮০ রান।