ইংল্যান্ড সফর থেকে ছিটকে গেলেন কেএল রাহুল, বদলি হিসেবে আসবেন এই তারকা

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : ইংল্যান্ড সফরে বড় ধাক্কা পেল টিম ইন্ডিয়া। কুঁচকির চোটের কারণে ছিটকে গেলেন দলের সহ অধিনায়ক কেএল রাহুল। দক্ষিণ আফ্রিকা সিরিজে চোটের কারণে বাইরে চলে যান রাহুল, কিন্তু এখনও সেই চোট সেরে ওঠেনি। বর্তমানে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে রিহ্যাব সারছেন রাহুল।
এই পরিস্থিতিতে, রাহুলের পরিবর্ত হিসেবে আর এক তারকা ওপেনার মায়াঙ্ক আগরওয়ালকে একক টেস্টের জন্য পাঠাতে পারেন নির্বাচকরা। যদিও মায়াঙ্ককে টেস্ট দলের অংশ করা হয়নি, যেহেতু এটি কেবল এক ম্যাচের বিষয়।
এই পরিস্থিতিতে আগামীও ১ জুলাই থেকে এজবাস্টনে শুরু হওয়া টেস্টে রোহিত শর্মার সাথে ওপেন করতে পারেন শুভমন গিল কিংবা হনুমা বিহারী। তবে গত ইংল্যান্ড সফর থেকে শিক্ষা নিয়ে মায়াঙ্ককে ব্যাকআপ হিসেবে পাঠানো হতে পারে। এবং তিনি ব্রিটেনে ভারতীয় দলের দ্বিতীয় ব্যাচের সাথে আসবেন, যেখানে কোচ রাহুল দ্রাবিড় ও সাপোর্ট স্টাফরা সহ আসবেন ঋষভ পন্থ ও শ্রেয়াস আইয়ার, যারা বর্তমানে দক্ষিণ আফ্রিকা সিরিজে রয়েছেন।
এদিকে ভারতীয় দল লেস্টারের উদ্দেশ্যে রওনা হবে, যেখানে তারা একটি স্বল্পমেয়াদী শিবির করবে। আগামী ২৪ জুন নির্বাচিত কাউন্টি একাদশের বিরুদ্ধে চারদিনের প্রস্তুতি ম্যাচ খেলবে ভারত।