ইংল্যান্ডের বিরুদ্ধে বাজে হার সত্ত্বেও বড় ইতিহাস গড়লেন ঝুলন গোস্বামী

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : চলতি মহিলা বিশ্বকাপের ম্যাচে ইংল্যান্ডের বিরুদ্ধে চার উইকেটের হার হজম করে ভারত। কিন্তু এই হার সত্ত্বেও বড় মাইলস্টোন করেন ঝুলন গোস্বামী।
অভিজ্ঞ এই পেসার বুধবার ইংরেজ ওপেনার ট্যামি বিউমন্টকে আউট করে ওয়ানডে আন্তর্জাতিক ক্রিকেটে ২৫০ উইকেটের কীর্তি অর্জন করেন ঝুলন। প্রথম মহিলা ক্রিকেটার হিসেবে ওয়ানডে ক্রিকেটে ২৫০ উইকেট নেওয়ার কীর্তি অর্জন করেন ঝুলন।
এবং যা আরও আশ্চর্যের, ঝুলনের কাছাকাছি তো দূর, ওয়ানডেতে ২০০ উইকেট অর্জন করেননি কোনও মহিলা বোলারও। ওয়ানডে আন্তর্জাতিক ক্রিকেটে সর্বোচ্চ উইকেট সংগ্রাহক ঝুলন। এরপর দ্বিতীয় স্থানে রয়েছেন অস্ট্রেলিয়ার ক্যাথরিন ফিতজপ্যাট্রিক, যিনি ১৮০টি উইকেট নিয়েছেন।
তৃতীয় স্থানে রয়েছেন ওয়েস্ট ইন্ডিজের আনিসা মহম্মদ, যিনি ১৮০টি উইকেট নিয়েছেন। চতুর্থ স্থানে রয়েছেন দক্ষিণ আফ্রিকার শাবনিম ইসমাইল, ১৬৮টি উইকেট নিয়েছেন তিনি। আর পঞ্চম স্থানে রয়েছেন ইংল্যান্ডের ক্যাথরিন ব্রান্ট, ১৬৪টি উইকেট নিয়ে রয়েছেন।
এছাড়াও চলতি টুর্নামেন্টে মহিলা বিশ্বকাপে সর্বোচ্চ উইকেট শিকারী হওয়ার কৃতিত্ব অর্জন করেছেন ঝুলন।