ফের বিশ্বসেরার তকমা অর্জন করলেন জসপ্রীত বুমরাহ

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : মঙ্গলবার ওভালে ইংল্যান্ডের বিরুদ্ধে ধ্বংসযজ্ঞ চালিয়েছিলেন ভারতের তারকা পেসার জসপ্রীত বুমরাহ। ১৯ রানে ছয় উইকেট নিয়ে ভারতকে সহজ জয় প্রদান করতে মুখ্য ভূমিকা নিয়েছেন বুমরাহ। এবার নিজের অসাধারণ বোলিংয়ের পুরষ্কার পেলেন তারকা এই পেসার।
সদ্য প্রকাশিত আইসিসি ওয়ানডে আন্তর্জাতিক র্যাঙ্কিংয়ে বোলারদের তালিকায় শীর্ষস্থান পুনর্দখল করলেন জসপ্রীত বুমরাহ। গত ২০২০ সালে ৭২৯ দিন ওয়ানডে র্যাঙ্কিংয়ে শীর্ষে থাকার পর নিউজিল্যান্ডের ট্রেন্ট বোল্টের কাছে পদচ্যুত হন বুমরাহ। এবার ফের নিজের স্থান দখল করলেন বুমরাহ।
কপিল দেবের পর দ্বিতীয় ভারতীয় ফাস্ট বোলার হিসেবে ওয়ানডে র্যাঙ্কিংয়ে শীর্ষস্থান দখল করেছেন বুমরাহ। এর আগে টি২০ আন্তর্জাতিকে শীর্ষে ছিলেন এবং বর্তমানে টেস্ট ক্রিকেটে তিন নম্বর স্থানে রয়েছেন বুমরাহ।
এদিকে বুমরাহের সাথে ধ্বংসযজ্ঞ চালানো মহম্মদ শামিও উঠে এসেছেন যুগ্ম ২৩তম স্থানে, রয়েছেন তারই সতীর্থ ভুবনেশ্বর কুমারের সাথে।
এদিকে ওডিআই ব্যাটিংয়ের কথা বললে, অপরাজিত ৭৬ রানের দুর্দান্ত ইনিংস খেলা রোহিত শর্মা তৃতীয় স্থানে থাকা বিরাট কোহলির থেকে পয়েন্টের পার্থক্য মাত্র ১ পয়েন্টে এনেছেন। এদিকে শিখর ধাওয়ান উঠে এসেছেন দ্বাদশ স্থানে।