ভারতের এই দুই নামী পেসার খেলবেন অস্ট্রেলিয়ার টি২০ লিগে

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : সচরাচর ভারতের বর্তমান খেলোয়াড়রা বিদেশে কোনও ফ্র্যাঞ্চাইজি টি২০ টুর্নামেন্ট খেলার অনুমোদন পায় না। বরাবরই প্রাক্তন ক্রিকেটারদের ভিনদেশের লিগে খেলতে দেখা যায়। কিন্তু এবার ভারতের দুই নামী পেসার এবার খেলতে যাবেন অস্ট্রেলিয়ায় টি২০ লিগ খেলতে।
অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডে শুরু হতে চলেছে নতুন টি২০ লিগ, যার নাম কেএফসি টি২০ ম্যাক্স সিরিজ। আর এই টুর্নামেন্টে খেলতে চলেছেন ভারতের দুই উঠতি পেসার চেতন সাকারিয়া ও মুকেশ চৌধুরী। কিন্তু এই দুই পেসারের ক্ষেত্রে কেন এই ব্যতিক্রম?
আসলে, এমআরএফ পেস ফাউন্ডেশনের সাথে এক্সচেঞ্জ প্রোগ্রামে এই দুই পেসার অস্ট্রেলিয়ায় খেলবেন। দিল্লি ক্যাপিটালসের সাকারিয়া খেলবেন সানশাইন কোস্টের হয়ে, এদিকে চেন্নাই সুপার কিংসের মুকেশ খেলবেন উইনাম-ম্যানলি দলের হয়ে।
চেতন সাকারিয়া ইতিমধ্যেই ভারতীয় দলের হয়ে অভিষেক করেছেন, গত বছর শ্রীলঙ্কা সফরে ওয়ানডে ও টি২০ আন্তর্জাতিকে খেলেছেন। যদিও মুকেশ চৌধুরী এখনও জাতীয় দলের হয়ে সুযোগ পাননি। তবে গত আইপিএলে নজরকাড়া পারফর্মেন্স করেছিলেন মুকেশ।