২০১১ বিশ্বকাপ জয়ের ১১ বছর পূর্তি - সোশ্যাল মিডিয়ায় উদযাপনে মাতল ভারতীয় ক্রিকেট মহল

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : আজকের দিনে, অর্থাৎ ২ এপ্রিল তারিখে ২০১১ সালে নিজেদের দ্বিতীয় আইসিসি ক্রিকেট বিশ্বকাপ জিতেছিল টিম ইন্ডিয়া। ২৮ বছরের দীর্ঘ অপেক্ষার পর ওয়াংখেড়ে বিশ্বজয় করেছিল ধোনির ভারত।
আর আজ তার ১১ বছর পূর্তি। এই উপলক্ষ্যে ভারতীয় ক্রিকেট মহলে উদযাপনের পরিবেশ তৈরি হয়েছে। সোশ্যাল মিডিয়ায় সেই অবিস্মরণীয় মুহুর্তের স্মৃতিচারণা করছেন শচীন তেন্ডুলকর, সুরেশ রায়না, যুবরাজ সিংদের মত কিংবদন্তিরা, যারা এই বিশ্বকাপ জয়ে বড় অবদান রেখেছিল। দেখে নেওয়া যাক সেই উদযাপনের পোস্টগুলি -