পাকিস্তানকে হারালে বিশ্বকাপ জিতবে ভারত, বক্তা সুরেশ রায়না

এক্সট্রা টাইম ওয়েব ডেস্কঃ অস্ট্রেলিয়ার মাটিতে টি-টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপ ইতিমধ্যেই শুরু হয়েছে। এই মুহুর্তে চলছে সুপার ১২ তে খেলার জন্য যোগ্যতা অর্জন পর্ব। ৮ টি দেশের ক্রিকেট টিম এই যোগ্যতা অর্জন পর্বে অংশ গ্রহণ করেছে। সুপার ১২ এর খেলা শুরু হবে আগামী ২২ শে অক্টোবর থেকে।
ভারতীয় দল খেলতে নামবে ২৩ অক্টোবর। প্রথম ম্যাচেই ভারত মুখোমুখি হবে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের। ভারত এই বিশ্বকাপে কেমন ফলাফল করতে পারে সেই বিষয় সম্প্রতি প্রাক্তন ভারতীয় ক্রিকেটার সুরেশ রায়না সংবাদ মাধ্যমকে জানিয়েছেন যে, ভারতীয় দল যদি পাকিস্তানকে প্রথম ম্যাচে হারাতে পারে তাহলে তাঁরা টি-২০ বিশ্বকাপ জিতবে।
ভারতীয় দলের বিশ্বকাপ জেতার কেমন সুযোগ, সে সম্পর্কে রায়না জানিয়েছেন, "দল এই মুহুর্তে খুবই ভালো খেলছে। বুমরাহের বদলে দলে শামি সুযোগ পেয়েছেন। এই পরিবর্তন দলের জন্য এক্স-ফ্যাক্টর হয়ে উঠতে পারে। আমাদের আর্শদীপ, সুর্যকুমার যাদব রয়েছেন। সবাই খুব ভালো ফর্মে রয়েছেন, বিরাট কোহলিও যথেষ্ট ভালো অবস্থায় রয়েছেন। রোহিত খুবই ভালো অধিনায়কত্ব করছেন। আমরা যদি প্রথম ম্যাচ জয় লাভ করি, তাহলে আমাদের জন্য ভালো পরিস্থিতির সৃষ্টি করবে। সকল দেশবাসী দলের জন্য প্রার্থনা করছেন এবং আমি খুব করে চাই ভারতীয় দল বিশ্বকাপ জিতুক।"
সম্প্রতি বুমরাহর আকস্মিক চোটে দলে যোগ দিয়েছেন শামি। এই সম্পর্কে রায়না বলেছেন, "আমি এটা বলব না যে বুমরাহ এবং জাডেজার নিখুঁত পরিবর্তন হয়েছে। তাঁরা ভারতের হয়ে ধারবাহিক ভাবে ভালো খেলেছেন। এবং ভারতের হাতে যে পরিবর্ত সুযোগ ছিল তাদেরকে নির্বাচকরা দলে নিয়েছেন। শামি যথেষ্ট ভালো খেলছেন এবং ভালো ফর্মে রয়েছেন।"
ভারতীয় ক্রিকেট দল অস্ট্রেলিয়াতে ১৫ দিন আগেই পৌছে যাওয়ায় রায়না ভারতীয় ক্রিকেট বোর্ডের ঢালাও প্রশংসা করেছেন। তিনি বলেছেন, "বিসিসিআই টুর্নামেন্ট শুরুর ১৫ দিন আগেই সলকে অস্ট্রেলিয়াতে পাঠিয়ে খুব ভাল সিদ্ধান্ত নিয়েছেন। অস্ট্রেলিয়ার মাঠগুলি অনেক বড়, সব মিলিয়ে আমি মনে করি দলের প্রস্তুতি খুব ভাল হয়েছে।"