রিপোর্ট : ছয় বছর পর জিম্বাবওয়ে সফরে যাওয়া ভারতীয় দলকে নেতৃত্ব দেবেন এই তারকা

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : আগামী মাস, অর্থাৎ আগস্ট মাসে জিম্বাবওয়ে সফরে যাবে টিম ইন্ডিয়া। সেখানে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে এই দুই দেশ। এমন পরিস্থিতিতে দ্বিতীয় সারির ভারতীয় দলকে পাঠানো হবে এই সফরে, এমনই আন্দাজ করা হচ্ছে।
এবং এর ফলে নতুন কোনও অধিনায়ক পেতে চলেছে ভারত, এমনটাই মনে করা হচ্ছে। একাধিক রিপোর্ট অনুযায়ী, কে এল রাহুলকে নেতৃত্বের দায়িত্ব অর্পণ করা হতে পারে।
আগামী ১৮, ২০ ও ২২ আগস্ট হারারেতে খেলবে ভারত ও জিম্বাবওয়ে, এমনটাই ঘোষণা করা হয়েছে। এই সিরিজটি আইসিসি পুরুষ ক্রিকেট বিশ্বকাপ সুপার লিগের একটি অংশ, যা আগামী বছর ভারতে আয়োজিত হওয়া ৫০ ওভারের বিশ্বকাপের জন্য ১৩ দলীয় একটি যোগ্যতা অর্জন লিগ।
শেষবার ২০১৬ সালে মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে ভারত জিম্বাবওয়ে সফরে গিয়েছিল। সেখানে সেবার তিনটি ওয়ানডে ও টি২০ ম্যাচের সিরিজ খেলেছিল ভারত।
এদিকে আসন্ন ওয়েস্ট ইন্ডিজ সফরে ওয়ানডে সিরিজে ভারতকে নেতৃত্ব দেবেন শিখর ধাওয়ান। এরপর পাঁচ ম্যাচের টি২০ আন্তর্জাতিক সিরিজ শুরু হবে, যা চলবে ৭ আগস্ট অবধি।