শীঘ্রই একই দলের হয়ে খেলতে পারেন ভারত ও পাকিস্তানের ক্রিকেটাররা

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : একই দলের হয়ে খেলবেন বিরাট কোহলি, বাবর আজম, জসপ্রীত বুমরাহ ও শাহীন শাহ আফ্রিদির মত সুপারস্টাররা - এমনটা প্রত্যেক ক্রিকেটপ্রেমীর স্বপ্ন। এবার সেই স্বপ্ন সত্যি হতে পারে। একই দলের হয়ে খেলতে পারেন ভারত ও পাকিস্তানের তারকা ক্রিকেটাররা।
এশিয়ান ক্রিকেট কাউন্সিল পরিকল্পনা করছে, আগামী বছর অ্যাফ্রো-এশিয়া কাপকে পুনরায় চালু করার। ২০০৫ সালে প্রথমবার এই ৫০ ওভারের সিরিজ আয়োজিত হয়েছিল। কিন্তু ২০০৭ সালে ভারত ও পাকিস্তানের সম্পর্ক খারাপ হওয়ার ফলে এই সিরিজ বাতিল হয়।
এই নিয়ে এসিসি সভাপতি তথা বিসিসিআই সচিব জয় শাহ রয়টার্সে জানিয়েছেন, আগামী মাসে এসিসির একটি বৈঠকের পর এই কাপ পুনরায় চালু করার পরিকল্পনা করা যেতে পারে।
এই নিয়ে জয় শাহ বলেছেন, "আমরা এই বিষয় নিয়ে কিছু প্রস্তাবের মধ্যে দিয়ে গিয়েছি। এটি একটি প্রিমিয়াম টুর্নামেন্ট এবং এতে শুধু অর্থই আসবে না, আফ্রিকার ক্রিকেটকে আরও উন্নত করবে। আমরা আইনি বিষয় নিয়ে বর্তমানে কাজ করছি।"
শেষবার এই সিরিজে এশিয়া একাদশকে নেতৃত্ব দিয়েছিলেন মাহেলা জয়বর্ধনে, যেখানে ভারত, পাকিস্তান ও বাংলাদেশের খেলোয়াড়রাও ছিলেন। সেই এশিয়া একাদশ ৩-০ ব্যবধানে হারায় আফ্রিকা একাদসেহ, যেখানে ছিল দক্ষিণ আফ্রিকা, জিম্বাবওয়ে ও কেনিয়ার ক্রিকেটাররা।