ওয়েস্ট ইন্ডিজে আসতে কত খরচ হয়েছে ভারতীয় দলের জানেন? চমকে যাবেন

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : আগামী কয়েক দিন বাদে, ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সীমিত ওভারের দুটি সিরিজ খেলবে ভারত। আর সেই কারণে ইংল্যান্ড থেকে সরাসরি ক্যারিবিয়ান রাষ্ট্রে মঙ্গলবার রাতে পৌঁছেছে ভারতীয় দল। কিন্তু এই যাত্রাপথে বিপুল খরচ করতে হয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ডকে।
বিসিসিআইয়ের এক সূত্র এক সর্বভারতীয় মিডিয়াকে জানিয়েছে, বিসিসিআই প্রায় সাড়ে তিন কোটি টাকা খরচ করেছে একটি চার্টার্ড বিমান বুক করার জন্য, যা টিম ইন্ডিয়াকে ম্যানচেস্টার থেকে পোর্ট অফ স্পেনে পৌঁছে দিয়েছে।
এই নিয়ে সেই সূত্র বলেছেন, "ভারতীয় সময় রাত সাড়ে ১১টা নাগাদ ভারতীয় দল ম্যানচেস্টার থেকে পোর্ট অফ স্পেনে নেমেছে। আর এর জন্য বিসিসিআই সাড়ে তিন কোটি টাকা খরচ করেছে। তবে কোভিড ১৯ এর জন্য চার্টার্ড বিমান বুক করা হয়নি। ১৬ জন খেলোয়াড় সহ সাপোর্ট স্টাফ ও হেড কোচ রাহুল দ্রাবিড়কে নিয়ে তৈরি হওয়া এই ভারতীয় দলের জন্য বানিজ্যিক বিমানে এতগুলি টিকিট বুক করা সম্ভব ছিল না। কিছু খেলোয়াড়ের স্ত্রীরাও ক্যারিবিয়ানে ভ্রমণ করেছেন।"
এরপর সেই সূত্র আরও বলেন, "সাধারণত, একটি বানিজ্যিক বিমানে, খরচ প্রায় দুই কোটি মত লেগে যায়। ম্যানচেস্টার থেকে পোর্ট অফ স্পেনে বিজনেস ক্লাস টিকিটের দাম প্রায় দুই লক্ষ টাকা। কিন্তু একটি চার্টার্ড বিমান অনেক বেশি ব্যয়বহুল, কিন্তু এটিই সঠিক বাছাই। বেশিরভাগ বড় ফুটবল দলের নিজস্ব চার্টার রয়েছে।"
আগামী ২২ জুলাই অর্থাৎ শুক্রবার থেকে শুরু হতে চলেছে ভারত ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যেকার তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। এরপর হবে পাঁচ ম্যাচের টি২০ আন্তর্জাতিক সিরিজ।