ঘরোয়া ক্রিকেটে বাড়ছে পুরষ্কারমূল্য, বন্ধ হতে চলেছে এই ঐতিহ্যশালী টুর্নামেন্ট

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : বৃহস্পতিবার বিসিসিআইয়ের অ্যাপেক্স কাউন্সিল বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়, সমস্ত ঘরোয়া টুর্নামেন্টে পুরষ্কারমূল্য বাড়িয়ে দেওয়া হবে। রঞ্জি ট্রফি বিজয়ী দলকে দুই কোটি টাকা পুরষ্কারমূল্য পাবে।
মূলত সদ্য আইপিএল মিডিয়া স্বত্ত্বাধিকার বিক্রি করে ৪৮ হাজার ৩৯০ কোটি টাকা অর্জন করেছে বিসিসিআই, এর থেকেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এদিকে বিসিসিআইয়ের তরফ থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, ঐতিহ্যশালী দেওধর ট্রফিকে বন্ধ করে দেওয়া হবে। ভারত এ, ভারত বি ও ভারত সি - এই তিন দলকে নিয়ে লিস্ট এ প্রতিযোগিতা হিসেবে আয়োজিত হয়ে থাকে এই দেওধর ট্রফি। ১৯৭৩-৭৪ সালে প্রথমবার এই টুর্নামেন্ট আয়োজিত হয়েছিল।
কিন্তু কেন হঠাৎ এই টুর্নামেন্ট বন্ধের সিদ্ধান্ত নেওয়া হল? এই নিয়ে এক বিসিসিআই কর্মকর্তা বলেছেন, "এই বছরের সেপ্টেম্বরে শুরু হতে চলা এই ঘরোয়া মরশুমে এত বেশি ম্যাচের মধ্যে আমরা জায়গা পাইনি।" বলা বাহুল্য, আসন্ন ঘরোয়া মরশুমে বিসিসিআই বয়সভিত্তিক টুর্নামেন্ট মিলিয়ে মোট ১৭৭৩টি ম্যাচ আয়োজন করবে।
এদিকে এবারের ঘরোয়া টুর্নামেন্টে রঞ্জি ট্রফি ছাড়াও আয়োজিত হবে ইরানি ট্রফি, বিজয় হাজারে ট্রফি ও সৈয়দ মুস্তাক আলি ট্রফি ও দলীপ ট্রফি। এছাড়া ফিরিয়ে আনা হবে দলীপ ট্রফির পুরোনো ফর্ম্যাটকে।
সদ্য দলীপ ট্রফি খেলা হয়েছে তিনটি দলকে নিয়ে - ইন্ডিয়া রেড, ইন্ডিয়া ব্লু ও ইন্ডিয়া গ্রিন। এবার পুরোনো জোনাল ফর্ম্যাটকে ফিরিয়ে আনার প্রয়াস করছে বিসিসিআই।