তিন মাস আগেই আসন্ন টি২০ বিশ্বকাপে ভারত-পাক মহারণের টিকিট Sold Out!

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : ভারত বনাম পাকিস্তানের ক্রিকেটীয় যুদ্ধের জন্য আগ্রহ সর্বোচ্চ পর্যায়ে থাকে ক্রিকেট জগতের, এ কথা কারোর অজানা নয়। এবং বিশ্বকাপের মঞ্চে তা হলে সেই চাহিদা অবিশ্বাস্য জায়গায় চলে যায়। সেই অবস্থাই হয়েছে এবারের মহারণেও।
আগামী ২৩ অক্টোবর মেলবোর্নে টি২০ বিশ্বকাপে মুখোমুখি হবে ভারত ও পাকিস্তান। এবং টুর্নামেন্ট শুরুর কয়েক মাস আগেই টিকিট শেষ। ট্যুরিসম অস্ট্রেলিয়া এমনটাই জানিয়েছে। এছাড়া রবিবার অনলাইনে টিকিট ছাড়া হলে সেখানে পাঁচ মিনিটের মধ্যে সব টিকিট শেষ হয়ে গিয়েছে।
এবং এই ম্যাচকে ঘিরে মেলবোর্নে ভারত ও পাকিস্তানি দর্শকদের ভিড় চরমে উঠবে, তা বলাই যায়। এবং ইতিমধ্যেই মেলবোর্নের হোটেল রুমগুলি সব বুকড হয়ে গিয়েছে।
এই নিয়ে এক অস্ট্রেলিয়ান-ভারতীয় ক্রীড়া ভ্রমণ সংস্থার কর্তা অর্শ চাওলা বলেছেন, "আমরা ইতিমধ্যেই আমাদের প্যাকেজের ৪০ শতাংশ বিক্রি করেছি ভারতে, ২৭ শতাংশ উত্তর আমেরিকায়, ১৮ শতাংশ অস্ট্রেলিয়ায়, ১৫ শতাংশ ব্রিটেনে এবং বাকিটা বহির্বিশ্বে। মেলবোর্নে হোটেলের ঘরগুলি ইতিমধ্যেই বুকড হয়ে গিয়েছে। অন্ততপক্ষে ৪৫ থেকে ৫০ হাজার দর্শক আশা করা হচ্ছে মেলবোর্নে ভারত-পাকিস্তান ম্যাচ দেখতে আসবে। সাধারণ অ্যাডমিশন টিকিট ইতিমধ্যেই শেষ হয়ে গিয়েছে, যেখানে হাতেগোনা কয়েকটি ভিআইপি হসপিট্যালিটি টিকিট পড়ে রয়েছে।"