হাইব্রিড মডেলকে সামনে রেখেই কি তাহলে এশিয়া কাপের নির্ঘণ্ট ঘোষণা?

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক: বুধবার ওভালে শুরু হয়েছে আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল। আর এশিয়া কাপ ২০২৩ এর ভাগ্যনির্ধারণের জন্য এশিয়ান ক্রিকেট প্রশাসকরাও লন্ডনে রয়েছেন। এশিয়ান ক্রিকেট কাউন্সিলের ঘনিষ্ঠমহল সূত্রের খবর, তাঁরা সমাধানের খুব কাছাকাছি পৌঁছে গিয়েছে। গুরুত্বপূর্ণ বিষয় হল, এটি সম্ভবত একই দিনে ভারত এবং পাকিস্তান দুই দলই ঘোষণা করবে।
তাহলে কি এবার অচলাবস্থার সমাধান হতে পারে? যা বোঝা যাচ্ছে, পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) দ্বারা প্রস্তাবিত হাইব্রিড মডেলের যুক্তি গ্রহণ করা হতে পারে। এসিসি চায় দল গুলির জার্নি কমাতে ও সেপ্টেম্বরের প্রচুর গরমের কারণে সংযুক্ত আরব আমির শাহিতে না ম্যাচ করতে।
এসিসি যে বিষয়ে কাজ করছে তা সম্ভবত শ্রীলঙ্কার একটি ভেন্যু। এটি উপকূলবর্তী অঞ্চলে হবেনা যেখানে সেই সময় বৃষ্টি হতে পারে। পাহাড়ে যে আবহাওয়া থাকবে তাতে খেলায় কোনো সমস্যা সৃষ্টি হওয়ার কথা নয়। আর এই যুক্তিতেই কেন্ডির পার্শ্ববর্তী অঞ্চলে পাল্লেকেলে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে এশিয়া কাপের বেশ কিছু ম্যাচ খেলা হতে পারে।
আরও পড়ুন: WTC ফাইনালে ভারতীয় টিম ম্যানেজমেন্টের দল নির্বাচন আবারও কী একটি ভুল সিদ্ধান্ত?
কিন্তু পাকিস্তানের ম্যাচের কি হবে? এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সভাপতি জয় শাহ এবং সেক্রেটারি পঙ্কজ খিমজি লন্ডনে এই বিষয়ে আলোচনা করেছেন এবং তাঁরা শীঘ্রই এই বিষয়ে সিদ্ধান্ত জানাবেন।আগামী এক সপ্তাহের মধ্যে সিধান্ত জানানোর সম্ভাবনা রয়েছে। যদি এশিয়া কাপের বিষয়টি বন্ধুত্বপূর্ণভাবে সমাধান করা হয় তবে বিশ্বকাপে পাকিস্থানের খেলা নিয়ে কালো মেঘ সরে যেতে পারে।