বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের যোগ্যতা অর্জন করতে পারবে ভারত? দেখে নিন সমীকরণ

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : এজবাস্টনে ইংল্যান্ডের বিরুদ্ধে সাত উইকেটে হারতে হয়েছে ভারতকে। আর এর জেরে সিরিজটি ২-২ ফলে শেষ হয়। এবং এর জেরে প্রশ্ন উঠছে, তাহলে কি চলতি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে যোগ্যতা অর্জন করতে পারবে ভারত?
বর্তমানে চ্যাম্পিয়নশিপের লিগ তালিকায় চতুর্থ স্থানে রয়েছে ভারত। অস্ট্রেলিয়া (৭৭.৭৮ শতাংশ), দক্ষিণ আফ্রিকা (৭১.৪৩ শতাংশ) ও পাকিস্তান (৫২.৩৮ শতাংশ) এগিয়ে রয়েছে ভারতের থেকে। এই পরিস্থিতিতে ভারতের কাছে আর ছয়টি ম্যাচ বাকি রয়েছে। এর মধ্যে দুটি টেস্ট বাংলাদেশে ও চারটি টেস্ট ঘরের মাটিতে রয়েছে।
ফাইনালে যোগ্যতা অর্জন করতে হলে, ভারতকে সমস্ত ম্যাচে জয় পেতে হবে, এবং খেয়াল রাখতে হবে যেন ওভার রেটের কোনও সমস্যা না থাকে। যদি এমনটা হয়, তাহলে মোট ৭২ পয়েন্ট পাবে, যার ফলে তাদের পয়েন্ট শতাংশ ৬৮.০৫ এ উঠে যাবে। এই পরিস্থিতিতে অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা ও পাকিস্তানকে কম পয়েন্ট শতাংশ পেতে হবে।
এই পরিস্থিতিতে অস্ট্রেলিয়াকে ৪-০ ফলে হারাতে হবে ভারতকে। এদিকে পাকিস্তানকে তাদের বাকি থাকা সাত ম্যাচের মধ্যে চারটির বেশি ম্যাচ জেতা চলবে না। এদিকে দক্ষিণ আফ্রিকার আটটি ম্যাচের মধ্যে তিনটিতে হারতে হবে। এমনটা হলেই ভারতের ফাইনালে ওঠার সম্ভাবনা থাকবে।